তুষারপাতে জাপানে ১৭ জনের মৃত্যু
প্রচণ্ড ঠান্ডা ও ভারী তুষারপাতের কারণে জাপানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। তুষারপাতে আহত হয়েছেন আরও ৯০ জন। বড়দিনের ছুটির সপ্তাহজুড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাপানের কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ইয়ামাগাতা অঞ্চলের নাগাই শহরে শনিবার ছাদ থেকে পড়া তুষারের নিচে চাপা পড়ে ৭০ বছরের এক নারী মারা গেছেন। ওই স্থানে ৮০ সেন্টিমিটার পুরু হয়ে তুষার পড়েছিল বলে জানানো হয়েছে।
জাপানের বিভিন্ন এলাকা বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় উপকূলে প্রচণ্ড শীত ও ভারী তুষারপাত হয়। সেখানকার কর্মকর্তারা জানান, ডিসেম্বরের মাঝামাঝি থেকে যানবাহনগুলো মহাসড়কে আটকে পড়ে এবং বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করতে বেশ দেরি হচ্ছে।
জাপানের আবহাআওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে দেশের বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তুষার পড়ে। সাম্প্রতিক বছরগুরোতে জাপানের আবহাওয়া পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। এখানকার জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ কিন্তু উত্তর থেকে দক্ষিণে ব্যাপক পরিবর্তন হয়। ডিসেম্বরে উত্তরাঞ্চলে প্রচণ্ড তুষারপাত হয়। তবে এ সময় দক্ষিণে তুলনামূলক ভালো থাকে।
এদিকে জুনে টোকিওতে ভয়াবহ তাপপ্রবাহ দেখা যায়। সে সময় সেখানে রেকর্ড তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
এসএন
এসএন