ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের
ইউক্রেনকে আরও ২৫৭ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ড্রোন ভূপতিত করা এবং বিমানবাহিনীকে আরও শক্তিশালী করার সরঞ্জাম রয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এরকম কিছু নথিপত্র রয়টার্স দেখেছে। এ ছাড়া এ বিষয়ে জানেন এমন কয়েকজন ব্যক্তির সঙ্গে রয়টার্সের প্রতিনিধির কথাও হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সহায়তার বিষয়টি শুক্রবার দিনের শুরুর দিকেই ঘোষণা করা হতে পারে। তবে ড্রোন পরাস্ত করা এবং বিমানবাহিনীকে শক্তিশালী করা এসব সরঞ্জামের বিশদ বিবরণ পাওয়া যায়নি।
বেশ কয়েকজন কর্মকর্তা এবং নথিপত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনের আরও বলা হয়েছে, ইউক্রেনের জন্য সম্ভাব্য এই নতুন সামরিক সহায়তা প্যাকেজে লকহিড মার্টিন করপোরেশনের তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) রকেট লঞ্চার, ১৫৫ মিমি গোলাবারুদ, হামভি সামরিক যান এবং জেনারেটর অন্তর্ভুক্ত থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি এই সহায়তা প্যাকেজ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। কারণ প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর হওয়ার আগে এই সহায়তা প্যাকেজের বিষয়বস্তু এবং পরিমাণ পরিবর্তন হতে পারে।
রয়টার্স জানিয়েছে, এই সহায়তা প্যাকেজের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।
সম্প্রতি রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলো ধ্বংস করে দেয়। এ ছাড়া বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলা করে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মূলত রাশিয়ার এসব আক্রমণ মোকাবিলায় ইউক্রেনে কয়েক সপ্তাহ ধরে অত্যাধুনিক অ্যান্টি-এয়ারক্রাফ্ট নাজামস সিস্টেম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
এসএন