সংলাপ বা সংঘাত একটি বেছে নিন: পুতিনকে যুক্তরাষ্ট্র
ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য সংখ্যা বৃদ্ধি নিয়ে বিরজমান উদ্বেগজনক পরিস্থিতে নিজের কঠোর অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। সংলাপ বা সংঘাত, এই দুইয়ের মধ্যে যেকোনো একটি পথ রাশিয়াকে বেছে নিতে বলেছে যুক্তরাষ্ট্র।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক এবং সেনা কমর্কর্তারা গতকাল রোববার (৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় নৈশভোজে বসেছিলেন। আজ সোমবারের আনুষ্ঠানিক আলোচনার আগে এ নৈশভোজ ছিল। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সংখ্যা বাড়ানো নিয়েই মূলত এই বৈঠক।
রুশ দলটির নেতৃত্ব দিচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। গতকালের নৈশভোজকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করেছেন তিনি। জেনেভায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ নৈশভোজ হয়।
রিয়াবকভ বলেন, 'আলোচনা জটিল ছিল। কিন্তু তা কাযর্কর হয়েছে। আগামীতে যেসব বিষয় নিয়ে কথা হবে, আমরা তার দিকে দৃষ্টিপাত করেছি। আমি মনে করি, আমরা সময় নষ্ট করব না। আমি কখনো আশা ছাড়ি না। আমি সব সময় আশা নিয়েই থাকি।'
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দেওয়া তথ্য অনুসারে, ইউক্রেন সীমান্তে এক লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। দ্রুত নোটিশে আরও লাখখানেক সৈন্য জড়ো করার প্রস্তুতি নিয়েছে দেশটি।
তিনি আরও বলেন, 'আমাদের সামনে দুটো পথ আছে। একটি পথ হলো আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান ভিন্নতা সমাধানের চেষ্টা এবং সংঘাত এড়ানো। আরেকটি পথ হচ্ছে সংঘাত। যদি রাশিয়া ইউক্রেনে আবার আগ্রাসন চালাতে চায়, তবে এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে।'
কেএফ/