অস্থির জাপানের রাজনীতি, তিন মন্ত্রীর পদত্যাগ
জাপানে আবারও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মন্ত্রিসভার তিন সদস্য পদত্যাগ করেছেন। এতে বিপাকে পড়েছেন তিনি। তার জনসমর্থন নেমে প্রায় ৩০ শতাংশ হয়ে গেছে। ফলে তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।
জাপানের সাপ্তাহিক ম্যাগাজিন সুকান বুসুন বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, কিশিদার অফিস তাদের নির্বাচনী প্রচারভিযানের খরচ হিসেবে ৯৪টি রশিদ দাখিল করেছে। সেগুলোর কোনোটিতে ঠিকানা বা বর্ণনা নেই। এত পরিমাণে বেনামি রশিদ দাখিলের মাধ্যমে নির্বাচনের খরচ সংগ্রহ আইনের লঙ্ঘন হতে পারে।
এদিকে সাংবাদিককের কিশিদা বলেন, ‘আমি আমার অফিসকে নির্দেশ দিয়েছি, এই ধরনের ভুল ভবিষ্যতে যেন কোনোদিন না হয়।’
এ ছাড়া কিশিদা তার সমর্থন বাড়ানোর জন্য মন্ত্রিসভা পুনর্গঠনের বিবেচনা করছেন বলে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা অস্বীকার করেছেন।
কিশিদা বলেন, ‘আমি এভাবে মন্ত্রিসভা পুনর্গঠনের কথা মোটেও ভাবছি না। আমাদের অবশ্যই চোখে পড়ে এমন বিভিন্ন ধরনের রাজনৈতিক বিষয়গুলো এই বছরের মধ্যে সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’
ওএফএস/এসজি