মহাকাশে গেল ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-এস’
‘বিক্রম-এস’ ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি রকেট। শুক্রবার (১৮ নভেম্বর) সাফল্যজনকভাবে অন্ধ্রপ্রদেশের কানপুর জেলার মহাকাশবন্দর শ্রীহরিকোটা থেকে উৎক্ষিপ্ত হয়েছে। ফলে দেশটির বেসরকারি মহাকাশ শিল্পখাত থেকে নতুন অভিযানের শুরু হলো। এতদিন যে সাফল্য ছিল কেবল সরকারি ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অগানাইজেশন (আইএসআরও) ’ এর দখলে।
বিক্রম-এস তৈরি করেছে ‘স্কাইরুট অ্যারো স্পেস প্রাইভেট লিমিটেড’। তারা তেলেঙ্গানা প্রদেশের রাজধানী হায়দ্রাবাদভিত্তিক ৪ বছর বয়সের একটি স্টার্টআপ। এই রকেটের উৎক্ষেপণ হয়েছে ‘আইএসআরও’ এবং ‘আইএন-স্পেসের (জাতীয় মহাকাশ উন্নয়ন ও অনুমোদন কেন্দ্র) সাহায্যে।
আইএসআরও এবং আইএন-স্পেসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘বিক্রম-এসের উৎক্ষেপণ দেশের বেসরকারি মহাকাশ শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
রকেটটি বহন করেছে তিনটি পেলোড। তৈরি করেছে অন্ধ্রপ্রদেশভিত্তিক, তেলানিতে অবস্থিত ‘এন স্পেস টেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’, তামিলনাড়ুর রাজধানী চেন্নাইভিত্তিক স্টার্টআপ ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ ও আর্মেনিয়ার রাজধানী ইয়ারেভানের অলাভজক মহাকাশ গবেষণা কেন্দ্র ‘বাজুমকিউ স্পেস রিসার্চ ল্যাব’।
স্কাই রকেট অ্যারো স্পেস জানিয়েছে, বিক্রম-এস উৎক্ষেপণের পর সবগুলো প্যারামিটার পার করে ৮৯.৫ কিলোমিটার পর্যন্ত উপরে উঠেছে।
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা পণকুমার চন্দ্র জানিয়েছেন, ‘আমরা আজ ইতিহাস তৈরি করলাম, দেশের প্রথম বেসরকারি রকেটের উৎক্ষেপণের মাধ্যমে। নতুন ভারতের একটি প্রতীক হলো ‘বিক্রম-এস’। আমাদের দারুণ ভবিষ্যতের কেবল শুরু।’এই স্যাটেলাইট রকেট একটি চক্র তৈরি করবে বলে তাদের সবার বিশ্বাস।
এই বিষয়ে প্রতিষ্ঠানটির আরেক প্রতিষ্ঠাতা ভারত ঢাকা বলেছেন, ‘এই কুমারীর উৎক্ষেপণ আমাদের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও প্রমাণিত করেছে। মূল্যমান ও মূল্যবোধ তৈরি করেছে মৌলিকভাবে এই ক্ষেত্রে। আমরা আমাদের বিনিয়োগকারীদের কাছে আরও সক্ষমতা প্রমাণ করতে পারব।’
বিক্রম-এসকে তৈরি করেছেন মোট ২শ প্রকৌশলী। ২ বছরের মধ্যে তা সুসম্পন্ন করে রেকর্ড গড়েছেন তারা। জ্বালানি তেলে চলে এই রকেট। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে বিমানবিদ্যার সবচেয়ে অগ্রগতিসম্পন্ন অনুশীলন করা হয়েছে। এর মূল কাঠামো কার্বনের ফাইবার দিয়ে তৈরি।
বিক্রম-এসের ওজন মোট ৫৪৫ কেজি। লস্বায় এটি ৬ মিটার বা ১৯. ৬৮৫ ফিট। ডায়ামিটারটি হলো ০.৩৭৫ মিটার। ফলে রকেটটি হলো বিশ্বে এই ধরনের রকেটগুলোর মধ্যে অন্যতম সাশ্রয়ী রকেট।
স্কাই রকেট অ্যারো স্পেস আরও জানিয়েছে, বিক্রম-এস স্যাটেলাইট রকেটটির উৎক্ষেপণ আরও সাহায্য করবে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করার ক্ষেত্রে মহাকাশে উৎক্ষেপণের যোগ্যতাসম্পন্ন যানগুলোকে। সেগুলোর মধ্যে আছে বিক্রম সিরিজের পরবর্তী মহাকাশযানগুলো।
আইএন-স্পেস এর চেয়ারম্যান ড. পাওয়ান গোয়েনকা বলেছেন, ‘অন্তত ১৫০টি স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রত্যেকে আবেদন করেছে মহাকাশ অভিযানের জন্য। আমাদের মহাকাশ খাতে কাজের আগ্রহ দেখিয়েছেন তারা। এ পর্যন্ত আমরা ৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছি।’
ওএফএস/এসজি