কাজাখস্তানে সহিংসতা মোকাবেলায় পুতিন-তোকায়েভ আলাপ
কাজাখস্তানে চলমান সহিংসতা মোকাবেলা এবং দেশটিতে আইন-শৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভ।
শনিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, কাজাখস্তানের চলমান অস্থিরতা নিয়ে দুই নেতা টেলিফোনে দীর্ঘসময় ধরে আলোচনা করেছেন। কাজাখস্তানের আইন শৃঙ্খলা পুনর্বহালের বিষয় নিয়ে মূলত তারা মতবিনিময় করেন। তোকায়েভ পুতিনকে দেশের বিস্তারিত পরিস্থিতি জানান।
কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও'র নেতাদের সমন্বয়ে শিগগিরি একটি ভিডিও কনফারেন্স আয়োজনের বিষয়ে পুতিন ও কাজাখ প্রেসিডেন্ট একমত হন। কাজাখস্তানের চলমান অশান্ত পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে এই সামরিক জোটের সহযোগিতার জন্য তোকায়েভ পুতিনকে ধন্যবাদ জানান।
কাজাখস্তানের পশ্চিমাঞ্চলীয় মানগিস্তাওয়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ওপর থেকে মূল্য নিয়ন্ত্রণ তুলে নিলে গ্যাসের দাম কয়েকদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে সেখানে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয় এবং দেশের অন্যান্য অঞ্চলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। চলমান সহিংসতায় ১৮ পুলিশসহ মারা গেছে অন্তত ৪৪ জন।
বুধবার প্রেসিডেন্ট তোকায়েভ দেশে দুই সপ্তাহের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। সেদিন কারফিউ জারি করা হয়, সমাবেশ নিষিদ্ধ ও সব ধরনের আন্দোলন কর্মসূচির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
কেএফ/