সোলেইমানি হত্যাকাণ্ড: কালো তালিকায় আরও ৫১ মার্কিন কর্মকর্তা
ইরানের রেভোলিউশনারি গার্ডসের এলিট বাহিনী কুদ'স ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কালো তালিকায় থাকা মার্কিন কর্মকর্তাদের নামের তালিকা হালনাগাদ করেছে ইরান। শনিবার (৮ জানুয়ারি) এই তালিকায় আরো ৫১ জন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তার নাম যুক্ত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এই তালিকায় নতুন করে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা ট্রাম্প প্রশাসনের প্রশাসনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা। ওই সকল ব্যক্তি নানাভাবে জেনারেল সোলেইমানি হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস ও তাদের কয়েকজন সঙ্গীকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। যে তিন ব্যক্তি জেনারেল সোলেইমানির হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা রাখেন তারা হলেন ডোনাল্ড ট্রাম্প, মাইক পম্পেও এবং জন বোল্টন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জেনারেল সোলেইমানির হত্যাকাণ্ড সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ করে মার্কিন-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে এই মহান সেনানায়কের পথ অনুসরণ করার ক্ষেত্রে ইরানকে কোনোভাবেই লক্ষ্যচ্যুত করা যাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, এই তালিকায় নতুন করে যাদের নাম অন্তর্ভুক্ত করা তারা ট্রাম্প প্রশাসনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা। এর আগে ইরানের কালো তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নাম প্রকাশ করা হয়েছিল।
কেএফ/