চীনে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৬
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চংকুইং শহরে গ্যাস বিস্ফোরণ হয়ে ভবন ধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০। ভবনটির ক্যান্টিনে গ্যাস লিকের পর বিস্ফোরণ ঘটলে ভবনটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারের পর আহত অবস্থায় ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১৬ জনকে মৃত ঘোষণা করে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কতৃর্পক্ষ। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। উদ্ধার অভিযানের কাজ করছে ছয় শতাধিক কর্মী।
শনিবার সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ওই ভবন ধসে পড়ে। ঘটনাস্থল থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৬ জন মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভবনধসে অন্য যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উলুং জেলার চংকিং শহরে ঘটনাস্থলে জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয়ের ছয় শতাধিক সদস্যের একটি দল পাঠানোর কথা জানিয়েছে সিসিটিভি।
চীনে গ্যাস লাইনের পাইপ লিকেজ এবং বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রায়ই সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। গতবছর জুনেও ২৫ জন মারা যান গ্যাস বিস্ফোরণের ঘটনায়। পরে এ ঘটনায় গ্যাস পাইপ লাইনের সংযোগ দেওয়া কোম্পানির ম্যানেজারসহ আটজনকে আটক করা হয়। সরকারের তরফ থেকে সে সময় বলা হয়েছিল, কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল না। একই মাসে একই ধরনের আরও একটি ঘটনায় মারা যান ১৮ জন।
কেএফ/