কাজাখস্তানে রুশ সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের
রাশিয়ার কাছ থেকে কাজাখস্তানের সামরিক সহায়তা চাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ প্রশ্ন তোলেন। খবর বিবিসির
তবে রুশ সেনারা আদৌ কাজাখস্তান ছাড়বে কি না সন্দেহ প্রকাশ করে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, 'সাম্প্রতিক ইতিহাস ঘাঁটলে দেখা যায়, রুশ সেনারা একবার কোথাও ঢুকলে তাদের সেখান থেকে বের করা কঠিন হয়ে পড়ে।'
প্রায় ২৫০০ রুশ সেনা কাজাখস্তান পৌঁছেছে উল্লেখ করে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, তবে কেন সেনা মোতায়েন করছে কাজাখস্তান বিষয়টটি স্পষ্ট নয়।
এদিকে সামরিক সহায়তার বিষয়ে রুশ কর্তৃপক্ষ বলছে, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রভুক্ত পাঁচ দেশ ও রাশিয়ার মধ্যকার সামরিক জোটের (কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন-সিএসটিও) আওতায় সাময়িকভাবে সেনা মোতায়েন করেছে তারা।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ রুশ সেনাবাহিনীর সহযোগিতা চাইলে রাশিয়ার নেতৃত্বাধীন প্রায় আড়াই হাজার সেনা কাজাখস্তানে পাঠানো হয়। গতকাল বিক্ষোভকারীদের কাছ থেকে আলমাতি বিমানবন্দরের পুনর্দখল নিতে কাজাখ সেনাদের সহযোগিতাও করেছে তারা।
কাজাখস্তানে গাড়িতে এলপিজির ব্যাপক ব্যবহার হয়। দেশটিতে গত শনিবার এলপিজির দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। এর প্রতিবাদে পরদিন রোববার (২ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলের তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ আলমাতিসহ দেশটির অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হতাহত হওয়ার ঘটনা ঘটছে। সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত ২৬ জন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ১৮ জন সদস্য নিহত হয়েছেন।
গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে কাজাখস্তানের প্রেসিডেন্ট কোনো ধরনের সতর্কসংকেত ছাড়াই নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে নির্দেশ দিয়েছেন। কাসিম জোমার্ট বলেন, তার অনুরোধে রাশিয়া ও প্রতিবেশী দেশগুলো থেকে শান্তিরক্ষী বাহিনীকে পাঠানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা অস্থায়ীভাবে কাজাখস্তানে অবস্থান করবে। রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিওর এই বাহিনীতে প্রায় আড়াই হাজার সেনা রয়েছে। সেনা পাঠানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'বিশেষ ধন্যবাদ' জানিয়েছেন কাসিম।
কেএফ/