হামলায় হাত-চোখ হারালেন সালমান রুশদি!
এক চোখের দৃষ্টিশক্তি ও এক হাতের কার্যক্ষমতা হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। গত ১২ আগস্ট নিউইয়র্কের চাওটাওকুয়া ইনস্টিটিউটে বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হন তিনি।
সালমান রুশদির সাহিত্যিক এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি এসব তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়, সালমান রুশদির বুকে ১৫টি গভীর ক্ষত রয়েছে। তার এক চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে, বাহুর স্নায়ু কেটে যাওয়ায় একটি হাত কার্যক্ষমতা হারিয়েছে। এ ছাড়াও তার গলায় তিনটি গুরুতর জখম আছে বলে জানিয়েছেন অ্যান্ড্রু। তবে রুশদি এখন হাসপাতালে নাকি বাড়িতে সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি তিনি।
স্প্যানিশ পত্রিকা এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদিনের হামলাকে ‘নিষ্ঠুর ও প্রাণঘাতী’ বলে আখ্যায়িত করেছেন অ্যান্ড্রু ওয়াইলি।
গত ১২ আগস্টে নিউইয়র্কের চাওটাওকুয়া ইনস্টিটিউটের মঞ্চে বক্তৃতা দেওয়ার ঠিক আগ মুহুর্তে হাদি মাতার নামে এক লেবানন বংশোদ্ভূত যুবক রুশদির ওপর হামলা চালায়। সেই যুবকের দাবি ইরানের ইসলামিক নেতা ইমাম খোমেনির ফতোয়া অনুসরণ করে তিনি রুশদির ওপর হামলা চালিয়েছেন।
‘দ্য স্যাটানিক ভার্সেস’ নামে একটি বিতর্কিত বই লিখে সমালোচনার মুখে পড়েন সালমান রুশদি। আশির দশক থেকে এ বইয়ের কারণে নানা হুমকিও পেয়েছিলেন তিনি। ১৯৮৮ সালে বইটি ইরানে নিষিদ্ধ হয়। তারপর প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদিকে হত্যার ফতোয়া দেন। তার মাথার মূল্য ধরা হয় ৩০ লাখ ডলার।
/এএস