শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পশ্চিমবঙ্গে সরকারি চাকরি বিক্রি! দুর্নীতির বীজ থেকে অপরাধের মহীরুহ

মাত্র কয়েক বছর আগে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঢাকার শাহবাগ চত্বরে জোয়ার নামিয়ে এনেছিল বাংলাদেশের ছাত্র ও যুবসমাজ। গঙ্গাপারের শহর কলকাতায়ও গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রী তথা যোগ্য চাকরিপ্রার্থীরা তাঁদের ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন। ধারে ও ভারে কিংবা চরিত্রে শাহবাগের আন্দোলনের সঙ্গে কলকাতার যুব-আন্দোলনের মিল না থাকলেও স্পিরিটটা মোটামুটি একই রকম।

আন্দোলনকারীরা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করে ইন্টারভিউয়ের পর্ব শেষ করে চাকরির প্যানেলে নাম তুলে ফেলেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেল, তাঁদের সেই ন্যায্য চাকরি পেয়ে গিয়ে চাকরি শুরু করে দিয়েছেন হাজার হাজার অযোগ্য প্রার্থীরা। চাকরির দাবিতে সেই থেকে তাঁদের আন্দোলনের সূত্রপাত।

এর পরের পর্যায়ে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে শুরু হয় তদন্ত এবং বিচার প্রক্রিয়া। সেখানে দেখা গিয়েছে, রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক এবং শিক্ষা দপ্তরের শীর্ষ স্তরের আধিকারিকরা মিলে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই সরকারি শিক্ষকের চাকরি বিক্রি করে দিয়েছেন অযোগ্য প্রার্থীদের। সাত থেকে ১৮ লক্ষ টাকায় বিক্রি হয়েছে সেই চাকরিগুলি। এখনও চলছে তদন্ত ও বিচার প্রক্রিয়া।

এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের প্রায় সব শীর্ষ কর্তাই জেলে রয়েছেন। এই শীর্ষ নেতাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দেড়শো কোটি টাকারও বেশি নগদ অর্থ (চাকরি বিক্রির টাকা)। বৃহস্পতিবার মধ্যরাতে অনশনরত সেই চাকরিপ্রার্থীদের ওপর চড়াও হয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। লাঠিপেটা করে তুলে দেওয়া হয় সেই চাকরি প্রার্থীদের। ওই ঘটনার পর থেকে কলকাতাসহ পশ্চিমবঙ্গে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি।

বিরোধী দলগুলি রাস্তায় নেমে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রকাশ্যেই বিষোদ্গার করতে শুরু করেছেন অপর্ণা সেনের মতো সুশীল সমাজের প্রতিনিধিরা। কয়েকটি পরিসংখ্যানের ওপর নজর রাখলে বোঝা যাবে চুরির পর চুরির অভিযোগে বিদ্ধ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যকে ঠিক কোন খাদের কিনারায় নিয়ে এসেছে।

পরিসংখ্যান ১: তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ। শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দুর্নীতির জেরে হাজার হাজার চাকরিপ্রার্থী রাজপথে আমরণ গণঅনশন করছেন। তাঁরা প্রতীকী লাশ হয়েছেন। এ রাজ্যে গত বাম সরকারের ৩৪ বছরে এমন দেখা যায়নি।

পরিসংখ্যান ২: বিজেপি জোট শাসিত রাজ্য ত্রিপুরা। কর্মচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আত্মহত্যা ও বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা ১৪২ জন। বাংলাভাষী এই রাজ্যে গত ২৫ বছরের বাম আমলে এমনটি হয়নি। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা এই দুটি রাজ্য থেকেই বাম সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে সরে গেছে। দুটি রাজ্যেই ক্ষমতায় দক্ষিণপন্থীরা। দুই রাজ্যে শিক্ষক/শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

পরিসংখ্যান ৩: সিপিআইএম নেতৃত্বে কেরল সরকার ঘোষণা করেছে বিপুল শিক্ষক/শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি। দেশের প্রথম সারির সব গণমাধ্যমের খবর, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতায় যে কোনও উন্নত দেশকে চ্যালেঞ্জ করতে পারে কেরল সরকার। উপরোক্ত পরিসংখ্যানগুলি জানিয়ে দিচ্ছে সবই সরকারের ইচ্ছে। অভিযোগ, সদিচ্ছার অভাব হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। যেমন বিজেপি শাসিত ত্রিপুরায় কর্মচ্যুত শিক্ষকের মৃত্যুর পর অর্থাভাবে তাঁর স্ত্রী চিতায় উঠে সন্তানসহ সহমরণ করতে যান। শতাধিক শিক্ষক/শিক্ষিকার মৃত্যু হয়।

এদিকে টেক চাকরি প্রার্থীদের কলকাতায় গণঅনশনের জীবন্ত লাশ হওয়া ছবি ভয়াবহ ইঙ্গিত দিতে শুরু করেছ। বিশ্ব জুড়ে ছড়িয়েছে এই ছবি। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে যদি এই প্রতীকী লাশ বাস্তব হয়ে যায়? গত সোমবার থেকে সল্টলেকে অনশন বিক্ষোভ জারি রেখেছেন চাকরি প্রার্থীরা৷ অন্ন, জল কিছুই নামেনি গলা দিয়ে। যার জেরে অচল হয়ে পড়ছে শরীর৷ তবুও আন্দোলনে অনড় ২০১৪ সালের টেক পাশ চাকরি প্রার্থীরা।

বৃহস্পতিবারও জারি রয়েছে আমরণ অনশন৷ শরীরের ওপর সাদা কাপড় জড়িয়ে নিজেরাই হয়েছেন জীবন্ত লাশ৷ চাকরি প্রার্থীদের বক্তব্য, দীর্ঘ চার দিনের পরেও নমনীয় হচ্ছে না সরকার৷ তাদের বক্তব্য, সরকার অনেক ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারে তবে এক্ষেত্রে কেন নিচ্ছেন না৷ তাদের কথায়, এমনিতেই আমাদের মরতে হবে৷ মরতে হলে এখানেই মরব৷ তবে যোগ্য নিয়োগ-দাবি অর্জন না হওয়া অবধি আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রয়োজনে সরকার অচল করতেও প্রস্তুত তাঁরা।

শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে ভুয়ো শিক্ষক নিয়োগ খুঁজতে কোমর বেঁধে নেমে পড়েছেন স্কুল সার্ভিস কমিশন, মধ্য শিক্ষা পর্ষদ এবং মামলাকারীদের আইনজীবীরা। আগামী নভেম্বর মাসেই আদালতের কাছে ভুয়ো নিয়োগের রিপোর্ট পেশ করা হবে। আগামী ১৬ নভেম্বর হাইকোর্টে জমা দেওয়া হবে সেই রিপোর্ট। ভুয়ো নিয়োগের তালিকায় যেসব শিক্ষকদের নাম রয়েছে,সেই তালিকা সুদীর্ঘ। যার ফলে আগামী মাসে হাজার হাজার ভুয়ো এবং টাকা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক চাকরি খোয়াতে চলেছেন।

গত কয়েক বছরে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে। নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের নজির এখন রাজ্যের জেলায় জেলায়। গত কয়েক বছরে এই যে দুর্নীতি, তাতে ভুয়ো নিয়োগের সংখ্যা কত? কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তা খুঁজে বের করতেই স্কুল সার্ভিস কমিশনের দফতরে বৈঠকে বসে তিন পক্ষ। ইতিমধ্যেই ভুয়ো নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে তথ্য জমা দিয়েছে সিবিআই। সেই তথ্যের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে। তারপরই সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্যের সর্বোচ্চ আদালত।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ কমিশনের উপদেষ্টা কমিটির একাধিক সদস্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি-সহ সামিল রয়েছেন মিডলম্যানরাও। নিয়োগ দুর্নীতির সঙ্গে কারা যুক্ত? কীভাবে এতগুলো বছর ধরে এই নিয়োগ দুর্নীতি চলছিল? এর সাথে আরও কারা কারা যুক্ত রয়েছেন? তদন্তের জন্য সবটাই জানতে বারবার সকলকে হেফাজতে নিচ্ছে সিবিআই। সম্প্রতি (গত বুধবার) সিবিআই দাবি করে, 'কী করে অপরাধ করলে বাঁচতে হবে সবটাই পরিকল্পনা রেখেছিলেন সকলেই'।

আদালতের কাছে সিবিআই আরও দাবি করেছে, এঁরা প্রত্যেকে প্রভাবশালী। সিবিআই কী তদন্ত করছে, কাকে ডাকছে, কী তদন্ত করছে, তা এঁরা জেনে নিতেন। সাক্ষীদের কী প্রশ্ন করা হয়েছে, তাও জেনে নিতেন। বাঁচার জন্য রাস্তা তৈরি করার চেষ্টা করেছিলেন”। সিবিআইয়ের তরফে আদালতকে জানানো হয়েছে,নিয়োগ দুর্নীতি সঙ্গে যারা যুক্ত, সকলকেই আদালতের সামনে আনতে চায় সিবিআই।
এএজেড

Header Ad
Header Ad

ফুটবল মাঠ পেরিয়ে হলিউডে ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে একের পর এক রেকর্ড গড়া পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার পা রাখলেন হলিউডের অ্যাকশন মুভির দুনিয়ায়। ৪০ পেরিয়েও মাঠে দাপট ধরে রাখা এই ফুটবল সুপারস্টার এবার অভিনয় এবং প্রযোজনার মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন।

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলার পাশাপাশি এবার তিনি যুক্ত হয়েছেন চলচ্চিত্র প্রযোজনায়, যা তার ক্যারিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সম্প্রতি ‘ইউর ক্রিশ্চিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালুর পর রোনালদো আরও বড় পদক্ষেপ নিয়েছেন বিখ্যাত পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে। ভন এর আগে ‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস’, ‘এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস’ এবং ‘কিংসম্যান’ সিরিজের মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করে সুনাম কুড়িয়েছেন। এবার রোনালদোর সঙ্গে মিলে ‘ইউর-মার্ভ’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা স্টুডিও গঠন করেছেন তারা।

রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, “এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।” অন্যদিকে, ম্যাথিউ ভন বলেন, “ক্রিশ্চিয়ানো এমন গল্প তৈরি করেছেন মাঠে যা আমি কখনও লিখতে পারতাম না। এখন আমরা একসঙ্গে অনুপ্রেরণামূলক সিনেমা বানাবো।”

 

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

এই নতুন স্টুডিওর লক্ষ্য থাকবে খেলাধুলা এবং গল্প বলার মধ্য দিয়ে একটি অভিনব অভিজ্ঞতা তৈরি করা, যেখানে প্রযুক্তি ও ঐতিহ্যের সংমিশ্রণ ঘটবে। প্রাথমিকভাবে তারা দুটি অ্যাকশন মুভির প্রযোজনা ও অর্থায়ন ইতোমধ্যেই সম্পন্ন করেছেন, এবং তৃতীয় সিনেমার প্রস্তুতিও শুরু হতে চলেছে বলে জানা গেছে। যদিও এখনও সিনেমাগুলোর মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে শিগগিরই তা জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

 

ফুটবলের মাঠে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রমাণের পর এবার রোনালদোর হলিউড অভিযাত্রাও যে তেমনি আলোড়ন তুলবে, সেটি বলাই বাহুল্য। তার ভক্তরা ইতোমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন রোনালদোকে পর্দায় দেখার জন্য।

Header Ad
Header Ad

পুলিশের চাকরি পেতে সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন: সারজিস

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিটে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। এখন ফিটনেস পরীক্ষা চলছে। এরপরে ৫০ মার্কের লিখিত পরীক্ষা হবে। সবশেষে ১৫ মার্কের ভাইভা হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার ৬৫ মার্কের উপর নির্ভর করবে তার চাকরি হবে কি না। অর্থাৎ এখানে রিটেন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রিটেনে যত ভালো করবে তার চাকরি পাবার সম্ভাবনা ততো বেশি।

সারজিস আরও লিখেছেন, গতবার প্রায় ৫০০+ পরীক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে রিটেন এবং ভাইবা দিয়েছিল। এর মধ্যে ফাইনালি ২৮ জন নিয়োগ পেয়েছিল। ভাইভাতে মোটামুটি বেসিক জ্ঞান থাকলে ১৫’র মধ্যে ৭-৮ এমনিতেই পায়। সেখানে ভাইভাতে সুপারিশ করে ২-৪ মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটেনে ভালো না করতে পারেন। যেহেতু রিটেনে ভাইভার তিনগুণ মার্কস রয়েছে তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিন।

তিনি লেখেন, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পিছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন, পঞ্চগড়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে। কোনো প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না। কোটা না মেধা; এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। দেড় হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে। অর্ধ-লক্ষের অধিক মানুষ রক্ত দিয়েছে। সেখানে ‘মেধা’র বিপরীতে ‘সুপারিশ’ এই অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে প্রতারণার নামান্তর।

তিনি আরও লেখেন, দয়া করে নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোনো প্রকার সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বান থাকবে অন্য কোনো দলের কোনো নেতার কাছেও যাবেন না। বরং আমরা চাইবো বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করবে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সেখানে সহযোগিতা করবো, মেধার জয় নিশ্চিত করবো।

Header Ad
Header Ad

ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবেলার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এ কথা বলেন তিনি।

সেলিমা রহমান জোর দিয়ে বলেন, মানুষ গণতন্ত্র চায় এবং এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে।

দেশের সকল খাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে ‘অত্যন্ত গুণী ব্যক্তি’ আখ্যা দিয়ে বলেন, বিএনপি তার ওপর আস্থা রাখে। আমরা আশা করি, তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন।

সেলিমা রহমান বলেন, গণতন্ত্রহীনতা ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফুটবল মাঠ পেরিয়ে হলিউডে ক্রিশ্চিয়ানো রোনালদো
পুলিশের চাকরি পেতে সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন: সারজিস
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, গণশুনানির প্রস্তুতি শুরু
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
মঙ্গল শোভাযাত্রার নতুন নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ‘চোর’ বললেন সিদ্দিকী নাজমুল
গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আবারও অস্থিরতার আশঙ্কা
ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে রাজধানীতে ‘রাইড ফর প্যালেস্টাইন’ র‌্যালি
মিঠাপুকুরে দিনদুপুরে অটো ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে ধরা ৩ জন
দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে দেশের চার অঞ্চলে
কারাগারে মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিন বহিষ্কার
সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
আবারও চেন্নাইয়ের অধিনায়ক হলেন ধোনি
‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা গ্রেফতার