টিকা নিলে ইংল্যান্ড ভ্রমণে পিসিআর পরীক্ষা লাগবে না
করোনাভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া থাকলে ইংল্যান্ড ভ্রমণের পিসিআর পরীক্ষার রিপোর্ট লাগবে না। শুক্রবার (৭ জানুয়ারি) ভোররাত চারটা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ভ্রমণসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডে বিধিনিষেধ শিথিলের আহ্বান জানিয়ে আসছে। এরপর এমন সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুসারে যারা টিকা নেয়নি কিন্তু বয়স ১৮ বছরের নিচে, তাদেরও করোনা পরীক্ষা করতে হবে না। এ ছাড়া ইংল্যান্ডে যাওয়ার পর আইসোলেশনে থাকার যে বিধি ছিল, সেটাও পরিবর্তন করা হচ্ছে।
করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যে সংক্রমণ বাড়ছে। এরপরও এমন সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার।
প্র্রসঙ্গত, ইংল্যান্ডে ভ্রমণ করতে হলে ভ্রমণেচ্ছুক ব্যক্তিকে সেখানে ঢোকার দুই দিন আগে পরীক্ষা করতে হতো। ১২ বছর বয়সের বেশি সবার জন্য বিধি কার্যকর ছিল। এ ছাড়া সেখানে পৌঁছে আবার পিসিআর টেস্ট করে নিতে হতো। আর এ জন্য অর্থ বহন করতে হতো ওই ব্যক্তিকেই। এই পিসিআর পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হতো। কিন্তু নতুন নিয়ম অনুসারে, এখন র্যাপিড অ্যান্টিজেন ল্যাটারাল ফ্লো টেস্ট (এলএফটি) করে নিতে হবে ইংল্যান্ডে পৌঁছার পর। আর রিপোর্ট না আসা পর্যন্ত যে কোয়ারেন্টিনবিধি ছিল, তাও শিথিল করা হয়েছে। ফলে ওই ব্যক্তিকে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না।
কেএফ/