শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ করোনা শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনের ব্যবধানে দেশটিতে শনাক্ত ৫৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ৫৮ হাজার ৯৭ জনের। খবর এনডিটিভির

ভারতে মোট ২ হাজার ৬৩০ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭৯৭ জন মহারাষ্ট্রের। ৪৬৫ জনের অমিক্রন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে শনাক্তের হার ৩ দশমিক ৪৭ এবং দৈনিক শনাক্ত বেড়ে এখন ৬ দশমিক ৪৩ শতাংশে গিয়ে ঠেকেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় করোনায় ৩২৫ জন মারা গেছেন। এর মধ্যে গত কয়েক মাসে কেরালার ২৫৮ মৃত্যু যোগ করা হয়েছে। কোভিডের সংক্রমণ এভাবে বাড়তে থাকায় দিল্লি ও মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে রাত্রিকালীন কারফিউ ছাড়াও অন্যান্য বিধিনিষেধ নতুন করে জারি করা হয়েছে।

গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্বজুড়ে অমিক্রনে আক্রান্ত বাড়ায় করোনার আরও ভয়াবহ নতুন ধরনের প্রাদুর্ভাব শুরুর ঝুঁকি তৈরি হয়েছে।

ডব্লিউএইচও বলছে, বিশ্বজুড়ে দাবানলের মতো অমিক্রন ছড়াচ্ছে। তবে অমিক্রনকে প্রথম দিকে যতটা ভয়াবহ মনে করা হয়েছিল, ধরনটি ততটা গুরুতর নয়।

ভারতে গত সোমবার থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৪৭ কোটি ৬৭ লাখ ডোজ টিকা দেওয়ার কথা জানিয়েছে ভারত।

কেএফ/

Header Ad
Header Ad

গালি দেয়া সেই উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাতের

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: সংগৃহীত

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে গালি দেওয়ার ঘটনায় বিতর্কিত মন্তব্য করেন এক নারী উপস্থাপিকা।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ওই উপস্থাপিকাসহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

তবে এবার সেই উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ নিজেই। বৃহস্পতিবার (১৩ মার্চ) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “এখন’ টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আমরা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মতপ্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।”

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় যান হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

টেলিভিশনটির লাইভ প্রচারণায় হাসনাত ও সারজিসকে নিয়ে দুই উপস্থাপকের কথোপকথনের সময় ওই নারী উপস্থাপিকা গালি দেন। সেই মন্তব্যের অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে বলে জানা যায়।

হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Header Ad
Header Ad

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানা ধরনের আশকারা পাচ্ছে। শুক্রবার (১৪ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, "বর্তমান শাসনকালে আছিয়া হত্যাকাণ্ডে দেশবাসী স্তম্ভিত। মানুষ আশা করেছিল যে, তৃণমূল পর্যায়ে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু প্রশাসনের অপ্রতুল ব্যবস্থা ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে।"

তিনি আরও বলেন, "বিগত ১৬ বছর ধরে শাসনকালে শান্তি এবং সামাজিক সংহতি বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়ন বাড়িয়ে সমাজকে অস্থির ও অশান্ত করার চেষ্টা করা হয়েছে। অন্য people's জমি দখল, লুটপাট, অর্থ পাচার এবং সহিংসতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সব ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে।"

রিজভী এ সময় আছিয়া হত্যার ঘটনায় মর্মাহত হয়ে বলেন, "সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, যা সারা জাতির কাছে মর্মস্পর্শী ও হৃদয়বিদারক ঘটনা। এই হত্যাকাণ্ডে অশ্রুসিক্ত দেশের মানুষ।"

তিনি আরও জানান, "দীর্ঘ আওয়ামী শাসনে মানবিকতা, নৈতিকতা ও ন্যায়বিচার হারিয়ে গেছে এবং অধিকাংশ অপকর্মকারী ছিল শাসক দলের লোক। তারা জনসেবা নয়, নিজস্ব স্বার্থ ও ক্ষমতাকে বড় করে দেখেছে।"

রিজভী বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে, সমাজে অন্যায় ও অবিচারের ঘটনা বাড়তেই থাকবে। প্রশাসন যদি দক্ষ, ন্যায়পরায়ণ ও মানবিক না হয়, তবে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের হার বেড়ে যাবে। আমরা আবারও দাবি জানাচ্ছি, আছিয়া হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।"

এ সময় তিনি জানান, বিএনপি দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা সংগ্রহ করছে এবং "নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল" গঠন করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ আরও অনেক নেতাকর্মী।

Header Ad
Header Ad

৬০তম জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান

আমির খান ও গৌরি স্প্র্যাট। ছবি: সংগৃহীত

৬০তম জন্মদিনে সবার সামনে নিজের নতুন প্রেমিকা গৌরি স্প্র্যাটকে পরিচয় করিয়ে দিলেন বলিউড সুপারস্টার আমির খান। যা ছিল একটি বড় চমক। শুক্রবার (১৪ মার্চ) সকালে, আমির তার প্রেমিকা গৌরিকে সবাইকে পরিচয় করিয়ে দিয়ে, তার সম্পর্কের কথা খুলে বলেন।

বিশেষ এই দিনে আমির খান তার ভক্তদের জন্য একটি নতুন সূচনা প্রকাশ করেন, যেখানে তিনি জানান, ১৮ মাস ধরে গৌরির সঙ্গে তার সম্পর্ক চলছে এবং তারা একে অপরের প্রতি একেবারে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

আমির বলেন, "আমরা ২৫ বছর ধরে একে অপরকে জানি। তবে গত ১৮ মাস ধরে আমরা একসঙ্গে আছি। এখন আমরা জীবনসঙ্গী এবং আমাদের সম্পর্ক অনেক গভীর।" এমনকি, আমির তার সন্তানের খুশি হওয়ার কথাও উল্লেখ করেন, “আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে করা আমার জন্য শোভা দেয় কি না, তবে আমি ভাগ্যবান যে, আমার সন্তানেরা এতে খুব খুশি।”

এদিন রাতের অন্ধকারে, আমির খানের মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ খান এবং সালমান খান গৌরির সঙ্গে প্রথম পরিচিত হন। ১২ মার্চ, এই দুই সুপারস্টার তার বাড়িতে আসেন, এবং গৌরির সঙ্গে সাক্ষাৎ করেন। আমির জানান, ব্যস্ত সময়সূচির মাঝেও শাহরুখ এবং সালমান খান তার সঙ্গে সময় কাটানোর জন্য তার বাড়িতে এসেছিলেন।

আমির খান ও গৌরি স্প্র্যাট। ছবি: সংগৃহীত

গৌরি স্প্র্যাটের সঙ্গে আমির খানের সম্পর্কের শুরু হয় আমিরের প্রোডাকশন হাউজে কাজ করার মাধ্যমে। গৌরি তার অফিসে কাজ করতেন, এবং প্রথমদিকে আমির নিজেই তাকে দেখেছিলেন এবং তাকে ভালোবাসা অনুভব করতে শুরু করেন। আমির প্রায়ই গৌরির সঙ্গে কাজের কথা বলতে তার প্রোডাকশন অফিসে বসে থাকতেন এবং কখনো কখনো গান গেয়ে তাকে শোনাতেন। তবে এটি শুধুই কাজের সম্পর্ক ছিল না, একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আমির খান এর আগে দুটি বিয়ে করেছেন। প্রথমে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান, জুনাইদ ও ইরা রয়েছে। তবে ২০০২ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০০৫ সালে আমির কিরণ রাওকে বিয়ে করেন এবং তাদের সংসারে আজাদ নামে একটি সন্তান রয়েছে। কিন্তু ২০২1 সালে তাদের সম্পর্কও বিচ্ছেদ ঘটে। এরপর তিনি গৌরির সঙ্গে তার নতুন জীবন শুরু করেন।

তবে আমির তার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।

আজ ৬০ বছর বয়সে এসে, আমির খান তার জীবনসঙ্গী হিসেবে গৌরিকে বেছে নিয়েছেন এবং তাদের সম্পর্ক এখন অনেক গভীর হয়েছে। তিনি তার ভক্তদের জানালেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি অনেক পরিণত এবং শান্ত। তার পরিবার, বিশেষত তার সন্তানেরা এই নতুন সম্পর্ক নিয়ে খুশি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গালি দেয়া সেই উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাতের
প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী
৬০তম জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান
গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস
আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ভয়াবহ আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ
৩ ম্যাচ পর মাঠে ফিরেই মেসির দুর্দান্ত গোল, কোয়ার্টারে ইন্টার মিয়ামি (ভিডিও)
মাগুরার সেই শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না: তারেক রহমান
ইসলামী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন প্রেসিডেন্ট
বিরামপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ২৪ মার্চের টিকিট
ড. ইউনূস ও গুতেরেসের কক্সবাজার সফর আজ, ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে
ঢাকা বশ্বিবিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন
আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না : খালেদ মাহমুদ সুজন
উপদেষ্টা মাহফুজ শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন : জামায়াত
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
শিশু আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস
‘২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে’