ভারতকে ভার্চুয়ালি সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের আহ্বান
১৯তম সার্ক সম্মেলন আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, ভারতের নেতারা যদি ইসলামাবাদ সফরে আগ্রহী না হন, তাহলে ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দিতে পারেন। খবর দ্য হিন্দুর।
পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালের এক সংবাদ সম্মেলন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ আহ্বান জানান। এসময় সার্ক অকার্যকরী হয়ে ওঠার জন্য ভারতকে দায়ী করেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত তার একগুয়েমির কারণে ইসলামাবাদে আয়োজিত সম্মেলনে যোগ দিচ্ছে না। আমি আবারও ১৯তম সার্ক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভারত যদি ইসলামাবাদে আসার জন্য প্রস্তুত না থাকে, তাহলে তারা ভার্চুয়ালি যোগ দিতে পারে। তবে দেশটির উচিত না অন্য কোনো দেশকে যোগদানে বাধা দেওয়া।
২০১৬ সালের পর দক্ষিণ এশীয় অঞ্চলিক সাহাযোগিতা সংস্থা (সার্ক) অনেকটা অকার্যকর হয়ে পড়েছে । ২০১৪ সালে সর্বশেষ নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপরের সম্মেলনটি ২০১৬ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর এক মাস আগেই কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর ইসলামাবাদের ওই সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এরপর বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানও নিজেদের সম্মেলন থেকে প্রত্যাহার করে নেয়।
কেএফ/