৩ হাজার লিটার মদ পানিতে ফেলে দিল তালেবান
আফগানিস্তানে জব্দ করা প্রায় তিন হাজার লিটার মদ রাজধানী কাবুলের একটি খালে ফেলে দিয়েছেন তালেবানরা। গতকাল রোববার আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এসব কথা জানানো হয়। মদ বিক্রির ওপর তালেবান সরকার অভিযান চালাচ্ছে। এই পদক্ষেপ তারই অংশ। খবর বার্তা সংস্থা এএফপির।
আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করার পর গোয়েন্দা কর্মকর্তারা সেসব মদ একটি খালে ফেলে দিচ্ছেন।
রোববার টুইটারে পোস্ট হওয়া গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, 'মদ তৈরি ও বিক্রি থেকে অবশ্যই মুসলমানদের বিরত থাকতে হবে।'
তবে কখন অভিযান চালানো হয়েছে অথবা কখন জব্দকৃত মদ কোথায় ফেলে দেওয়া হয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গোয়েন্দা কর্মকর্তা তিনজন মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন। এর আগের সরকারগুলোর সময়েও আফগানিস্তানে মদপান ও বিক্রি নিষিদ্ধ ছিল।
কেএফ/