'সোলেইমানি হত্যার বেদনা আনন্দে রূপ নেবে'
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলেইমানির মেয়ে জয়নাব সোলেইমানি বলেছেন, ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হলে তার পিতাকে হারানোর বেদনা আনন্দে রূপান্তরিত হবে।
জেনারেল সোলেইমানির দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার ইরাকের রাজধানী বাগদাদে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ মন্তব্য করেন জয়নাব সোলেইমানি।
২০২০ সালের ৩ জানুয়ারি ভোরের দিকে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের হামলায় মারা যান জেনারেল সোলেইমানি। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই হামলায় নিহত হন।
বাগদাদ বিমানবন্দরের কাছে জেনারেল সোলেইমানিকে হত্যার স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে লাখ লাখ ইরাকি নাগরিক অংশগ্রহণ করেন। বাগদাদের শোকানুষ্ঠানে জয়নাব আরও বলেন, জেনারেল সোলেইমানি ও আল-মুহান্দিসের রক্তের প্রতিশোধ নেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, জেনারেল সোলেইমানি অন্তরের অন্তস্তল থেকে ইরাককে ভালোবাসতেন এবং একটি শক্তিশালী ইরাক প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।
অনুষ্ঠানে আবু মাহদি আল-মুহান্দিসের মেয়ে মিনারা জামাল আল-মুহান্দিস আমেরিকা ও সৌদি সরকারের কাছ থেকে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের আহ্বান জানান। বাগদাদ বিমানবন্দরের কাছে জেনারেল সোলেইমানিকে হত্যার স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে লাখ লাখ ইরাকি নাগরিক অংশগ্রহণ করেন এবং সেখানে ইরান ও ইরাকের জাতীয় সঙ্গীত বাজানো হয়।