পাকিস্তানে বন্যায় ১ হাজার ২৯০ জনের মৃত্যু
পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে বন্যায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯০ জনে। দেশটির সংবাদমাধ্যম জিও টিভি এ তথ্য জানিয়েছে।
গত ১৪ জুন থেকে শুরু হওয়া ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শিশুর। নিহতদের প্রায় এক তৃতীয়াংশই শিশু বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যায় প্রায় ১৪ লাখ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আর ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
এদিকে বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো সবাইকে সতর্ক করেছে। দেশটিতে দীর্ঘমেয়াদি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তারা। বন্যায় বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে পানিবাহিত রোগ।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বন্যা পরিস্থিতিতে বিশুদ্ধ পানির অভাবে পাকিস্তানে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও বেশি শিশুর মৃত্যু হওয়ার ঝুঁকি রয়েছে।
ইউনিসেফের আবদুল্লাহ ফাদিল বলেন, বর্তমান অবস্থায় মারাত্মক পানিবাহিত রোগ ডায়রিয়া, কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া দ্রুত ছড়ানোর ঝুঁকি রয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে অনেক শিশুর মৃত্যু ঝুঁকি রয়েছে।
এসজি