দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ডজন দমকলকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকালে ভবনটিতে আগুন লাগে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, কেপটাউন শহরে অবস্থিত পার্লামেন্ট ভবনের আশপাশ কালো ধোঁয়ায় ভরে গেছে, ভবনের ছাদ থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে। আগুন লাগার কয়েক ঘণ্টা পরেও পার্লামেন্ট ভবন ও এর আশপাশের ভবন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছিল।
কেপটাউন শহরের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের মুখপাত্র জেরমাইন কারেলসে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুন তৃতীয় তলার অফিস থেকে শুরু হয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি চেম্বারে পর্যন্ত ছড়িয়ে পড়ে। নিরাপত্তা কর্মীর বরাত দিয়ে তিনি জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, দেশটির গণপূর্ত মন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিল বলেন, যেখানে আগুন ছড়িয়ে পড়েছে, সেটি পুরোনো অ্যাসেম্বলি।
কেএফ/