সীমান্তে বিএসএফের নারী কনস্টেবল মোতায়েন
বাংলাদেশ-ভারত সীমান্তে নারী কনস্টেবল মোতায়েন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। চোরাচালানের সাথে জড়িত বা অবৈধভাবে সীমান্ত অতিক্রমে চেষ্টা করা নারীদের আটক করতে ওই সকল নারী কনস্টেবল মোতায়েন করা হয়েছে। এএনআই এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে হরিদাসপুর-জয়ন্তীপুর বর্ডার ফাঁড়িতে ৩৬ জন নারী কনস্টেবলকে পোষ্টিং দেওয়া হয়েছে। এই সীমান্তে কিছু অংশে এখনও বেড়া দেওয়া হয়নি ফলে ওই অংশ দিয়ে সহজেই ভারতীয় সীমান্তে ঢুকে পড়া যায়।
বিএসএফ কনস্টেবল সুহাসিনী পুহান জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের শুরু এখান থেকেই। সীমান্তের ওই পাশে একটি গ্রাম রয়েছে, যেটার কিছু অংশ ভারতের অধীনে। ওই গ্রামের প্রায় ৫৬ জন নারী আছেন, যারা প্রতিনিয়তই ভারত ও বাংলাদেশ উভয় দেশেই ভ্রমণ করেন। মূলত তাদেরকরে আটক করার জন্য মহিলা কনস্টেবলদের মোতায়েন করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'কিছু গ্রামবাসী অবৈধ কর্মকাণ্ডে জড়িত, যার কারণে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই মহিলারা যাতে ভারতে অবৈধ কিছু পাচার না করে তা নিশ্চিত করার জন্য, আমরা তাদের তল্লাশী চালব।
বিএসএফ কনস্টেবল সুহাসিনী পুহান বলেন, 'এই সীমান্তের কিছু এলাকা এখনও বেড়াবিহীন। বেড়ার কাজ শেষ হলে চোরাচালান থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে। চোরাকারবারীরা বেশিরভাগ রাতের বেলা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে, কারণ সীমান্তের ওই পাশে কোন আলো নেই।'
কেএফ/