সংক্রমণ বাড়লেও লকডাউন নয়, ইঙ্গিত মোদির
কোভিডের প্রথম ঢেউ ও লকডাউনের ধাক্কায় ভারতের অর্থনীতি ২৪ শতাংশ সংকোচিত হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ে অর্থনীতির কথা ভেবেই দেশজুড়ে লকডাউনের পথে হাঁটেনি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। এ বার তৃতীয় ঢেউয়ের শঙ্কার মুখে রয়েছে দেশটি। তবে নতুন বছরের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংক্রমণ বাড়লেও লকডাউনে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
নরেন্দ্র মোদি বলেন, ‘করোনার চ্যালেঞ্জ রয়েছে; কিন্তু করোনা ভারতের গতি রুখতে পারবে না।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর সরকারের সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় ঢেউ এলেও যে পুরোপুরি লকডাউন হবে না, শনিবার (১ জানুয়ারি) তারই ইঙ্গিত মিলেছে। মোদি বলেন, ‘ভারত সবরকম সাবধানতা বজায় রেখে, সবরকম সতর্কতার সঙ্গে করোনার সঙ্গে লড়বে এবং নিজের জাতীয় স্বার্থও পূর্ণ করবে।’ ২০২২ সালে দেশের আর্থিক বৃদ্ধির গতি আরও বাড়াতে হবে।
কেন্দ্রীয় সরকারের তরফে গত কয়েক দিন ধরে নিয়মিতভাবে রাজ্যগুলোতে সতর্কবার্তা পাঠানো হচ্ছে এবং কী কী প্রস্তুতি নিতে হবে, তার পরামর্শ দেওয়া হচ্ছে। দিল্লি, কলকাতাসহ বড় শহর ও একাধিক রাজ্যে ইতিমধ্যেই শপিং মলসহ নানা ক্ষেত্রে গতিবিধি নিয়ন্ত্রণ জারি হয়েছে।
কোভিডের প্রথম ধাক্কায় গত বছরের এপ্রিল-জুনে ভারতে জিডিপির প্রায় ২৪ শতাংশ সংকোচন হয়েছিল। জুলাই-সেপ্টেম্বরেও সেই সংকোচন বজায় ছিল। তারপর থেকে সামান্য পরিমাণে আর্থিক বৃদ্ধি শুরু হয়। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সেই ইতিবাচক বৃদ্ধির হার বজায় রয়েছে। জুলাই-সেপ্টেম্বরে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮ শতাংশের বেশি।
এসএ/