তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল জার্মানি
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য জার্মানি তাদের শেষ ছয়টি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যে তিনটিই বন্ধ করে দিয়েছে। এমনকি দেশটি পারমাণবিক শক্তি থেকে পুরোপুরি সরে আসারও সিদ্ধান্ত নিয়েছে।
বাকি তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০২২ সালের শেষের দিকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। জলবায়ু সম্পর্কিত প্রতিশ্রুতি পূরণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ ৮০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনার বাস্তবায়েনের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, সাড়ে তিন দশক ধরে সচল থাকার পর শুক্রবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে ব্রোকডর্ফ, গোনডা ও গুনথ্রামিংএন সি এর পারমাণবিক চুল্লিগুলো বন্ধ করে দেওয়া হয়।
শেষ তিনটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ইজা ২, এমসলান্ড ও নেখাভেস্টটাইম ২- ২০২২ সালের শেষে বন্ধ করে দেওয়া হবে।
২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক প্রকল্পে দুর্ঘটনার পর জার্মানি নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ১৯৮৬ সালের চেরনোবিলের পর ফুকুশিমার দুর্ঘটনা ছিল বিশ্বের সবচেয়ে মারাত্মক পারমাণবিক বিপর্যয়।
কেএফ/