গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের একটি রকেট উৎপাদন কেন্দ্র এবং একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস শাসিত অঞ্চল গাজা থেকে রকেট ছোড়ার একদিন পর রোববার (২ জানুয়ারি) প্রথম প্রহরে তারা এ বিমান হামলা চালায়।
গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে ধারণ করা ভিডিওতে তিনটি বড় বিস্ফোরণ এবং যুদ্ধবিমানকে মাথার ওপর দিয়ে উড়তে দেখা যায়। সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনী জানায়, শনিবার (১ জানুয়ারি) গাজা থেকে সাগরে দুটি রকেট ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
রকেটগুলো ইসরায়েলে আঘাত করার জন্য ছিল কি না তা স্পষ্ট নয়, তবে গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী প্রায়ই সমুদ্রের দিকে রকেট ছুড়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সেপ্টেম্বরে একটি ঘটনা ছাড়া, মে মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে ১১ দিনের যুদ্ধের অবসানের পর থেকে কোনো আন্তঃসীমান্ত রকেট ছোড়া হয়নি।
এসএ/