উড়ন্ত বিমানে হাতাহাতি, চাকরি হারালেন দুই পাইলট
মাঝ আকাশে উড়ন্ত বিমানে ঝগড়া, এক পর্যায়ে হাতাহাতি। এ অপরাধে দুই পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ফ্রান্স।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সুইস দৈনিক লা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, টেকঅফের পরপরই পাইলট ও কো-পাইলটের মধ্যে বিবাদ হয়। এ সময় একজনের কলার ধরে একে অপরকে আঘাত করে।
এতে বলা হয়, ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে ভেতরে ঢুকে পড়েন বিমানের ক্রু সদস্যরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান বিমানের এক ক্রু সদস্য। পাইলটরা যাতে আর নিজেদের মধ্যে ঝগড়া না করতে পারেন সে জন্য বাকি সময়টা ওই ক্রু সদস্য ককপিটেই বসেছিলেন।
এ বিষয়ে এয়ার ফ্রান্সের এক মুখপাত্র বলেছেন, এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। তবে পাইলটদের মধ্যে মারামারির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি। দ্রুততার সঙ্গেই তাদের ঝগড়া থামানো হয়।
তবে পাইলটদের মধ্যে এ ধরনের আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করেছেন অনেকেই।
টিটি/