জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘ
ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের একটি দল। রাশিয়ার হামলায় এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে এই অভিযান বলে জানায় জাতিসংঘ পরমাণু সংস্থা কর্তৃপক্ষ।
সোমবার (২৯ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
জাপোরিঝঝিয়ায় অবস্থানরত কর্মীদের কাজের পরিস্থিতি যাচাই এবং এ যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নির্ধারণ করতে দলটির এ পদক্ষেপ বলে জানানো হয়েছে।
এর আগে শনিবার (২৭ আগস্ট) ইউক্রেনের জাপোরিঝঝিয়া নিউক্লিয়ার প্যান্টে ফের গোলাগুলি ও বোমাবর্ষণের ঘটনা ঘটে। ।এ নিয়ে পরস্পরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে রাশিয়া-ইউক্রেন।
জেলেনস্কি প্রশাসনের অভিযোগ, প্ল্যান্টটিতে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এতে স্পর্শকাতর স্থাপনাটিতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা জানিয়েছে কিয়েভ।
এদিকে পুতিন প্রশাসনের দাবি, এদিন স্থাপনাটিতে তিন দফা হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। ২৪ ঘণ্টায় ১৭ রাউন্ড গুলি ছোড়ার পাশাপাশি চারটি বিস্ফোরণ ঘটানো হয়।
টিটি/