ফ্রান্সে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ আইন কার্যকর
ফ্রান্সে নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হয়েছে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন। মূলত একবার ব্যবহার করেই ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যবহার কমানো লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ফল ও সবজি প্যাকেজিংয়ে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না। তবে প্রক্রিয়াজাত ফল ও সবজির ক্ষেত্রে এই আইন শিথিল থাকবে। বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
এক বার্তায় আইনটিকে বৈপ্লবিক বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ২০৪০ সালের মধ্যে দেশটি থেকে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই আইনের ফলে বছরে প্রায় এক শ কোটি প্লাস্টিক পণ্যের ব্যবহার কমে আসবে। এর আগে ২০২১ সালে প্লাস্টিকের স্ট্র, কাপসহ বেশকিছু প্লাস্টিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। এছাড়াও চলতি বছর প্লাস্টিকের বোতল, বই প্যাকেজিং ও রেস্টুরেন্ট গুলোতে প্লাস্টিকের খেলনা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আনছে দেশটি।
নতুন আইন ঘোষণা করে এক বিবৃতিতে দেশটির পরিবেশ মন্ত্রণালয় বলেছে, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য একবার ব্যবহার করেই ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যবহার কমানো এবং অন্যান্য উপকরণ বা পুনঃব্যবহারযোগ্য মোড়কের পরিমাণ বাড়ানো।
কেএফ/