ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১২ তীর্থযাত্রীর মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
শনিবার ভোররাতে মন্দিরে কয়েকজন বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ার পর তাড়াহুড়ো করে বের হতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এছাড়া নববর্ষ উপলক্ষ্যে মন্দিরটিতে পূণ্যার্থীর সমাগমও বেশি ছিলো।
অঞ্চলটির পুলিশ প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিসহ বেশ কিছু রাজ্যের বাসিন্দারা রয়েছেন। উদ্ধারের পর আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
মন্দিরসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অনুমতিপত্র না নিয়েই বিপুলসংখ্যক পুণ্যার্থী বৈষ্ণোদেবী ভবনে প্রবেশ করেছিলেন।
এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে।
কেএফ/