টোঙ্গা, সামোয়া ও কিরিবাতি নতুন বছর দেখেছে সবার আগে
সবার আগে ২০২২ সালকে বরণ করেছে প্যাসিফিক আইল্যান্ড দ্বীপ রাষ্ট্র টোঙ্গা, সামোয়া এবং কিরিবাতি। এর পরই নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউ জিল্যান্ড। ভৌগোলিক কারণে ঘড়ির কাঁটা সবচেয়ে আগে ১২টা ছুঁয়েছে এখানে। খবর সিএনএনের।
গ্লোবাল স্টান্ডার্ড টাইম অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে যখন ভোর পাঁচটা, ঠিক তখন টোঙ্গা, সামোয়া এবং কিরিবাতিতে ঘড়ির কাঁটা ১২টা ছুঁয়ে যায়। আর নিউজিল্যান্ড নতুন বছরকে বরণ করে ঠিক এর এক ঘন্টা পর।
আমেরিকার একদম দক্ষিণের সামোয়া অঞ্চল, প্যাসিফিক দ্বীপ দেশ সামোয়া থেকে মাত্র ১০১ মাইল দূরে অবস্থান করলেও, সম্পূর্ণ আলাদা একটি টাইম জোনে অবস্থান আমেরিকার সামোয়ার। আর আমেরিকার সামোয়াবাসীকে নতুন বছরের উদযাপনের জন্য পুরো ১২ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।
এ বছর অমিক্রনের কারণে বিশ্বের বিভিন্ন দেশ সীমিত করেছে বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণ উপলক্ষ্যে জনসমাবেশ নিষিদ্ধ করেছে অনেক দেশ। বাড়িতেই প্রিয়জনদের সঙ্গে বর্ষবরণের পরামর্শ দেওয়া হয়েছে।
কেএফ/