যুক্তরাষ্ট্রের কলোরাডোতে দাবানল
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। এতে শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসির।
ঘণ্টায় ১০৫ মাইল গতিবেগে বাতাস বয়ে যাওয়ার কারণে দাবানল খুব দ্রুত ছড়াচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, আগুন আরও ছড়ালে হতাহতের ঘটনা ঘটতে পারে।
এদিকে গভর্নর জ্যারেড পোলিস ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। লুইভিলে শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। বৃহস্পতিবার সেখানকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
কলোরাডোতে এর আগের দাবানলগুলো গ্রাম এলাকায় দেখা গিয়েছিল। তবে এবারের দাবানল শহরের উপকণ্ঠে ছড়িয়েছে। কিছু জায়গায় প্রচণ্ড বাতাসে বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে আগুনের তীব্রতা বেড়েছে এবং তা ভয়াবহ দাবানলে পরিণত হয়েছে। খরার পর দাবানল দেখা দিয়েছে কলোরাডো অঞ্চলজুড়ে।
কেএফ/