২ মিনিটে কাবুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি: আশরাফ গানি
কাবুল ছেড়ে পালাবেন কিনা সে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ২ মিনিট সময় হাতে ছিল। বিমান কাবুল ছাড়ার আগ পর্যন্ত কোথায় যাচ্ছেন জানতেন না আশরাফ গানি। তালেবান গত অগাস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়তে শুরু করলে তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গানি হঠাৎ করেই পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন বিবিসি রেডিও ফোর’স টুডে প্রোগ্রামে।
এমনকী তালেবানের কাবুল দখলের দিন ১৫ আগস্টে ঘুম থেকে উঠেও তিনি বিন্দুমাত্র বুঝতে পারেননি যে, এটাই আফগানিস্তানে তার শেষ দিন হবে বলেন আশরাফ গানি।
বৃহস্পতিবারের এই প্রোগ্রামে গানি তার পালিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যায় করতে যেয়ে বলেছেন, কাবুলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই তিনি একাজ করেছিলেন।
কাবুল পতনের তিনমাস হতে চলল, গানি এখন বলছেন, কিছু কিছু জিনিসের দায় তিনি মাথা পেতেই নেবেন। আর তা হচ্ছে, যে সব কারণে কাবুলের পতন ঘটল এবং আফগানিস্তানের আন্তর্জাতিক অংশীদারদের বিশ্বাস করার মতো বিষয়গুলো।
গানি কাবুল ছাড়ার দিনই তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তারপর থেকেই দেশটি মানবিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তালেবান শাসনক্ষমতায় আসার পর দেশটিতে আন্তর্জাতিক সমর্থন কমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
তালেবানের কাবুল দখল করে নেওয়ার সময়টিতে দেশকে ফেলে রেখে প্রেসিডেন্ট আশরাফ গানির বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। গানি পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন। এখনও সেখানেই আছেন তিনি।
কেএফ/