অমিক্রন ঢেউয়ের মাঝেই রাত্রিকালীন কারফিউ বাতিল দক্ষিণ আফ্রিকায়
করোন সংক্রমণ রুখতে রাত্রিকালীন কারফিউ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা, এখন সেই কারফিউ তুলে নিয়েছে দেশটি। তবে কর্মকর্তারা মনে করছেন দেশটি করোনার চতুর্থ ঢেউয়ের শীর্ষ পর্যায় অতিক্রম করছে। খবর বিবিসির।
এদিকে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অমিক্রন করোনার উচু মাত্রার একটি সংক্রমক ধরন তবে অন্য ঢেউগুলোর চেয়ে অমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কম। অমিক্রনে মৃত্যুর হার খুব সামান্য বৃদ্ধি পেয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকাতেই সর্ব প্রথম করোনা অমিক্রন ধরন শনাক্ত হয়। অমিক্রনের বিস্তার রুখতে দেশটি কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক বার্তা দিয়েছে যে, করোনার ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্ট মিলে করোনার 'সুনামি' আসতে পারে। যা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম হবে।
কেএফ/