মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন নীতীশ কুমার
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজেপির সঙ্গ ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন নীতীশ কুমার। মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৪টার দিকে রাজভবনে যান নীতীশ। রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্র জমা দেওয়ার আগে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন নীতিশ। বৈঠকের পরই তিনি পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর নীতীশ জানান, বিজেপির সঙ্গ ছাড়ছেন তিনি। দলের সব সংসদ সদস্য ও বিধায়করা জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। এ কারণেই এই সিদ্ধান্ত।
জানা গেছে, মহাজোটের সব বিধায়কের জন্য রাবড়ি দেবীর বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। নীতীশ কুমার কংগ্রেস কোটা থেকে একজন উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু আরজেডি তার প্রস্তাবে আপত্তি জানিয়েছে।
এদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নীতীশ কুমারকে পল্টু রাম বলে মন্তব্য করেন বিজেপির নেতা অশ্বিনী চৌবে। তিনি বলেন, বিজেপি তাকে সবকিছু দিয়েছে। বিজেপির পক্ষ থেকে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, রেলমন্ত্রী করা হয়েছে, মুখ্যমন্ত্রীও করা হয়েছে।
আরজেডি ছাড়াও নীতীশের পাশে থাকার ইঙ্গিত কংগ্রেস, সিপিআইএমএল, সিপিএমের। তাদের হাত ধরে নতুন সরকার গড়বে নীতীশ কুমারের জেডিইউ। আর এই মহাজোটের নেতা হবেন নীতীশ কুমারই।
২০২০ সালের বিধানসভা নির্বাচনে আরজেডি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। যেখানে এনডিএ ১২৫টি আসনে জয় পায়। এর মধ্যে বিজেপি ৭৪টি, জেডিইউ ৪৩টি, বিকাশশীল ইনসান পার্টি ৪টি এবং হিন্দুস্তান আওয়াম পার্টি (ধর্মনিরপেক্ষ) ৪টি আসন পায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা, জি ২৪ ঘণ্টা
এসজি/