আটকের ৬ ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা
দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ থেকে দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। তবে আটকের ৬ ঘণ্টা পর মিলেছে তাদের মুক্তি।
শুক্রবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির আগে দিল্লিতে জমায়েত নিষিদ্ধ করে প্রশাসন। এ কারণে কংগ্রেসকে মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বিক্ষোভের জেরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেস নেতাদের আটক করে দিল্লির কিংসওয়ে ক্যাম্পের পুলিশ লাইনে রাখা হয়েছিল। তবে ৬ ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়।
এর আগে সকালে দিল্লিতে পার্লামেন্টের বাইরে কালো পোশাক করে বিক্ষোভ করে কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে তারা। প্রেসিডেন্টের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে পদযাত্রার সময় রাহুল গান্ধী ও একাধিক কংগ্রেস সংসদ সদস্যকে আটক করে পুলিশ।
অন্যদিকে রাস্তায় বসে বিক্ষোভের সময় প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়। এ সময় কয়েকজন কংগ্রেস সংসদ সদস্যকে টেনেহিঁচড়ে বাসে তুলতে দেখা যায়। এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এমনকি পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
প্রতিবাদের শুরুতে সাংবাদিকদের রাহুল বলেন, গণতন্ত্রের মৃত্যু দেখছি। প্রায় ১০০ বছর ধরে ইটের পর ইট জুড়ে ভারত যা তৈরি করেছে তা আজ চোখের সামনে ভেঙে যাচ্ছে।
এসজি/