কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এ সময় একাধিক কংগ্রেস সংসদ সদস্যকেও আটক করা হয়।
শুক্রবার (৫ আগস্ট) দেশটির রাজধানী দিল্লিতে পার্লামেন্টের বাইরে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদে কালো পোশাক পরে দিল্লিতে বিক্ষোভ করে কংগ্রেস। বিক্ষোভ থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে কংগ্রেস। শুক্রবার দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেসকর্মীরা। এই কর্মসূচি ঘিরে দিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রেসিডেন্টের ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে পদযাত্রার সময় রাহুল গান্ধীসহ দলের একাধিক শীর্ষ নেতাকে আটক করে পুলিশ।
অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীসহ বহু কংগ্রেস নেতা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাকেও আটক করে। রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে কংগ্রেসের নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। কয়েকজন কংগ্রেস সংসদ সদস্যকে টেনেহিঁচড়ে বাসে তুলতে দেখা যায়। এমনকি পুলিশ দলীয় সংসদ সদস্যদের মারধর করেছে বলে অভিযোগ করে কংগ্রেস।
এর আগে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে রাহুল গান্ধী বলেন, দেশে গণতন্ত্রের অবশিষ্টও নেই। মাত্র চারজনের একনায়কত্ব চলছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। কারণে-অকারণে গ্রেপ্তার করা হয়।
এসজি/