হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানের ৬ সেনা কর্মকর্তা নিহত
পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ কার্যক্রম পরিদর্শনের সময় বেলুচিস্তানে নিখোঁজ হওয়া সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা সামরিক বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ আগস্ট) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।
আইএসপিআর এক টুইট বার্তায় জানায়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট মেজর সাঈদ আহমেদ, কো–পাইলট মেজর তালহা মানান, কোয়েটার কর্প কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলি, কোস্টগার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ, প্রকৌশলী ব্রিগেডিয়ার মোহাম্মদ খালিদ এবং প্রধান নায়েক মুদাসসির ফায়াজ নিহত হয়েছেন।
The wreckage of unfortunate hel which was on flood relief ops found in Musa Goth, Windar, Lasbela. All 6 offrs & sldrs incl Lt Gen Sarfraz Ali embraced shahadat. اِنّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
— DG ISPR (@OfficialDGISPR) August 2, 2022
Accident occurred due to bad weather as per initial investigations . DTF pic.twitter.com/dnyano2vqC
আইএসপিআর জানায়, বেলুচিস্তানের লাসবেলাতে বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রওনা হয়েছিল হেলিকপ্টারটি। কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল সূর্যাস্তের সময় এটি নিখোঁজ হয়।
এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, দুর্ভাগ্যজনক হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ লাসবেলার উইন্ডার অঞ্চলের মুসা গোঠ এলাকায় পাওয়া গেছে। খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ভারী বৃষ্টিপাত ও বন্যা এ বছর পাকিস্তানে মারাত্মকভাবে আঘাত হেনেছে। এখন পর্যন্ত প্রায় ৫০০ মানুষ বন্যায় মারা গেছেন। বেলুচিস্তানেই ১৫৯ জনের মৃত্যু হয়েছে বন্যায়। সেখানে উদ্ধার ও ত্রাণ সহায়তায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে।
এসজি/