হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদমাধ্যমের ছয় কর্মী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
রাষ্ট্রদ্রোহমূলক প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগে অনলাইনভিত্তিক একটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হংকংয়ের গণতন্ত্রপন্থী স্বাধীন সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজের বর্তমান ও সাবেক কর্মী।
বুধবার (২৯ ডিসেম্বর) স্ট্যান্ড নিউজের কার্যালয়ে অভিযান চালানোর জন্য দুই শতাধিক পুলিশ সদস্যকে পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের তল্লাশি অভিযান চলছিল।
হংকং পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তল্লাশি ও সাংবাদিকতা-সংক্রান্ত প্রাসঙ্গিক সামগ্রী জব্দ করার ক্ষমতা তাদের দেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান প্রধান সম্পাদক রয়েছেন। এ ছাড়া আছেন পপ তারকা থেকে গণতন্ত্রপন্থীদের মুখ হয়ে ওঠা সংবাদমাধ্যমটির সাবেক বোর্ড সদস্য ডেনিস হো।
ডেনিস হো ফেসবুকে পোস্ট দিয়ে তার গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাকে হংকংয়ের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
বিবিসির ঐ প্রতিবেদনে বলা হয়েছে, হংকং পুলিশের হাতে গ্রেপ্তার ছয় ব্যক্তির মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। তাদের বয়স ৩৪ থেকে ৭৩ বছরের মধ্যে।
স্ট্যান্ড নিউজের ফেসবুক পেজে পোস্ট করা ফুটেজে দেখা যায়, বুধবার সকালে সংবাদমাধ্যমটির ডেপুটি অ্যাসাইনমেন্ট ডিরেক্টর রনসন চ্যানের কার্যালয়ের দরজায় পুলিশ অবস্থান করছে।
সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাইয়ের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়। এ ঘটনার পরই স্ট্যান্ড নিউজের ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
জিমি লাইকে ইতিমধ্যে পৃথক অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এখন হংকংয়ে কারাভোগ করছেন।
টিটি/