ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪
ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত চার জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন।
বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে দেশটির উত্তরাঞ্চলে ভূকম্পটি আঘাত হানে। খবর আল-জাজিরার।
ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশে পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১ এবং ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ডোলোরেস শহরের পূর্ব-দক্ষিণ-পূর্বে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) গভীরে।
স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের বেশকিছু ছবি শেয়ার করেছে। ছবিগুলোতে দেখা যায়, কিছু বিল্ডিং ধসে পড়েছে, আবার কোনো কোনো বিল্ডিং হেলে পড়েছে এবং জানালাগুলো ভেঙে গেছে। কোনো কোনো রাস্তায় ফাটল দেখা দিয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শক্তিশালী ভূমিকম্পে অন্তত চারজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।
আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি দেশের প্রধান এবং সর্বাধিক জনবহুল দ্বীপ লুজোনের পাহাড়ি এবং হালকা জনবহুল প্রদেশ আবরাকে আঘাত করে। এতে ফলে ছোট ভূমিধস হয় এবং কিছু বাড়ি ধসে পড়ে। ভূমিকম্পের কারণে দ্বীপের দক্ষিণে অবস্থিত রাজধানী ম্যানিলায় ৪০০ কিমি (২৪৯ মাইল) দূরে উঁচু টাওয়ারগুলো কেঁপে উঠে।
ফিলিপাইনে এ ভূমিকম্পটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক জরুরি বার্তায় উদ্ধার ও ত্রাণ দলকে আবরাতে পাঠানোর নির্দেশ দেন। তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু পরে তা স্থগিত রাখেন।
ফিলিপাইনের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে জাপান, তাইওয়ান এবং চীনেও।
ফিলিপাইনে ভূমিকম্পটি আঘাত হানার পরে বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। তবে আরও আফটারশক এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফিলিপিনো কর্তৃপক্ষ।
পুলিশ মেজর এডউইন সার্জিও বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ভূমিকম্পের কম্পনে ডলোরেসের বাসিন্দারা ঘরের বাইরে দৌড়ে বের হয়ে আসে।
তিনি বলেন, ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল, থানা ভবনে ছোটখাটো ফাটল দেখা দিয়েছে।
আরএ/