কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ১৫
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে দ্বিতীয় দিনের জাতিসংঘবিরোধী বিক্ষোভে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী ও ১২ জন বেসামরিক নাগরিক।
বুধবার (২৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো নামে পরিচিত। তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা সহিংসতা থামাতে না পারায় সোমবার (২৫ জুলাই) থেকে দেশটিতে জাতিসংঘবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এদিকে সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এ কথা জানান। ওই বিবৃতিতে আরও বলেছেন, ‘তিনি (আন্তেনিও গুতেরেস) জোর দিয়ে বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে পরিচালিত যেকোনো হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে। আর তাই কঙ্গো কর্তৃপক্ষকে এ ঘটনাগুলো তদন্ত করতে এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।’
ফারহান হক সাংবাদিকদের বলেন, সোমবার কঙ্গোর গোমা শহরে বিক্ষোভ শুরু হয় এবং মঙ্গলবার বুটেম্বোতে তা ছড়িয়ে পড়ে। এখানেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একজন সৈনিক এবং দুজন জাতিসংঘ পুলিশকে গুলি করে হত্যা করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বরঅ হয়েছে, শত শত বিক্ষোভকারী শান্তিরক্ষীদের ওপর ঢিল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া জাতিসংঘ ভবনে ভাংচুর ও আগুনও দেয় বিক্ষোভকারীরা। এ সময় ওই দুই শহরে জাতিসংঘ শান্তিরক্ষী সৈন্যদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ উঠে।
রয়টার্সের একজন প্রতিবেদক গোমায় জাতিসংঘের শান্তিরক্ষীদের গুলিতে দুই বিক্ষোভকারীকে নিহত হতে দেখেছেন। এদিকে কঙ্গোর সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া বলেছেন, বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
বুটেম্বো শহরের পুলিশ প্রধান পল এনগোমা বলেছেন, বুটেম্বোতে অন্তত সাতজন বেসামরিক লোক নিহত এবং অজ্ঞাত সংখ্যক আহত হয়েছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর বিরুদ্ধে বছরের পর বছর ধরে নানা ধরনের অভিযোগে সামনে এসেছে। জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, যদি কোনো হামলা বা মৃত্যুর জন্য জাতিসংঘের বাহিনীর কোনো দায় থাকে, তাহলে অবশ্যই আমরা তা খতিয়ে দেখবো।’
জাতিসংঘ বাহিনীকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার এবং প্রয়োজনে শুধু সতর্কতামূলক গুলি চালানোর পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানান ফারহান।
এসএন