ইরানের পরমাণু চুক্তি নিয়ে ফের আলোচনা
ইরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগামী ২৭ ডিসেম্বর ফের আলোচনা শুরু হতে যাচ্ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আলজাজিরার খবরে বলা হয়।
এ চুক্তি থেকে বের হয়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে তেহরানও পাল্টা পদক্ষেপ হিসেবে বেশ কিছু শর্ত মানা বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে ভিয়েনায় দফায় দফায় আলোচনা হলেও সমাধানের কোন পথ খুঁজে পাওয়া যায়নি। উল্টো ইরান পরমাণু কার্যক্রমের গতি বাড়ানোর কারণে চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে পুনরায় আলোচনা শুরুর খবর এলো।
ইরানের দাবি, ওয়াশিংটনের নীতির আওতায় যেসব নিষেধাজ্ঞা তেহরানের ওপর আরোপ করা হয়েছে সবগুলো প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তা যাচাই করে দেখার জন্য সময় চায় দেশটি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ফের চুক্তি থেকে বের হয়ে যাবে না, এমন নিশ্চয়তাও চায় ইরান।
এ বৈঠকে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও ইরানের কূটনীতিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।
কেএফ/