শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

যুক্তরাজ্যে ‌বিত‌র্কিত ন্যাশনালিটি বিলের বিরুদ্ধে সমাবেশ

যুক্তরাজ্যে পাস হ‌তে যাওয়া বিত‌র্কিত ন্যাশনালিটি ও বর্ডারস বিলের ৯-এর ধারা বা‌তিলের দা‌বিতে সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়েছে। রবিবার লন্ড‌নের নাম্বার টেন ডাউনিং স্ট্রিটের সাম‌নে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সমা‌বে‌শে বাংলাদেশিসহ নানা দেশ থে‌কে যুক্তরা‌জ্যে এসে বাস করা কয়েকশ মানুষ প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ ক‌রেন।

সমা‌বে‌শে অংশগ্রহণ করা ব্যক্তিরা ব‌লেন, ‘বর্তমান ব‌রিস জনস‌নের সরকার পুরাতন ন্যাশনালিটি ও বর্ডারস বিল সং‌শোধন ক‌রে নুতন বিল আন‌তে যাচ্ছে। সং‌শোধ‌নী‌তে বিলের ৯-এর ধারায় '‌যে কোনো সময় নাগ‌রিকত্ব বা‌তিলের' কথা বলা হ‌য়ে‌ছে।বিত‌র্কিত এই বিলে জাতীয় নিরাপত্তার স্বা‌র্থের কথা বলা হ‌চ্ছে। ‌কিন্তু এ‌তে বি‌শ্বের বি‌ভিন্ন দেশ থে‌কে এ‌সে নাগ‌রিকত্ব নেওয়া এবং যাদের দ্বৈত না‌গরিকত্ব র‌য়ে‌ছে তারা বে‌শি ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন। এ বিল পাস হলে যে কোনো সময় নো‌টিশ ছাড়া হোম অ‌ফিস বা সরকার এসব নাগ‌রি‌কের নাগ‌রিকত্ব বা‌তিল কর‌তে পার‌বে। আ‌পি‌লেরও কোনো সু‌যোগ থাক‌বে না। অথচ আ‌গে নাগ‌রিক‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নি‌লে আ‌পি‌লের সুযোগ থাক‌ত।’

সমাবেশে আসা জর্জ মম ব‌লেন, ‘সমা‌বে‌শে সাদা, কা‌লো সব ব‌র্ণের, নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নি‌য়ে‌ছেন, এই বিল বর্ণবাদী বিল। যা মানবা‌ধিকা‌রের লংঘন। আমরা সরকার‌কে পাস হ‌তে যাওয়া বিল‌টি বাতিল করার দা‌বি জা‌নি‌য়ে‌ছি।’

বৃ‌ট্রিশ বাংলা‌দেশি এক্টিভিস্ট, ভয়েস ফর জাস্টিসের চেয়ারম্যান আবু তাহের চৌধুরী ব‌লেন, ‘এটি একটি ড্রাকুনিয়ান আইন। এই আইনে সাধারণ অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ তৈরি হবে। সরকার এই আইনের ব্যবহারের চেয়ে অপব্যবহার করবে বেশি।’

আরেক বাংলাদেশি সাইফুল আলম বলেন, ‘আ‌মি ৩০ বছর যাবৎ এই দে‌শে বাস কর‌ছি। ক্ষুদ্র হ‌লেও এই দে‌শের অর্থনী‌তি‌তে আমার অংশগ্রহণ আ‌ছে। আমার এবং সন্তান‌দের অ‌ধিকার আ‌ছে এই দে‌শে বাস করার। বিল‌টি পাস হ‌লে আমা‌দের মতো বাংলা‌দেশি, যা‌দের দ্বৈত নাগ‌রিকত্ব র‌য়ে‌ছে তারা ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন।’

লন্ডন-বাংলা প্রেসক্লা‌বের কোষাধ্যক্ষ আ স ম মাসুম ব‌লেন, ‘এই বি‌লের বিরু‌দ্ধে সিগ‌নেচার ক্যা‌ম্পেইন চল‌ছে। ই‌তোম‌ধ্যে প্রায় ৩ লাখ সিগ‌নেচার সংগ্রহ হ‌য়ে‌ছে। ১ লাখ সিগ‌নেচার সংগ্রহ হ‌লে বৃ‌ট্রিশ পার্লা‌মে‌ন্টে সং‌শ্লিষ্ট বিষয় নি‌য়ে আ‌লোচনার দা‌বি তৈ‌রি হয়। ধারণা করা হ‌চ্ছে, নতুন বছ‌রের শুরু‌তে পার্লা‌মেন্ট অধি‌বেশন শুরু হ‌লে বিষয়‌টি নি‌য়ে আ‌লোচনা হ‌বে।’

এমআরটি/এএন

Header Ad
Header Ad

পিরোজপুরে জামায়াতের তিন প্রার্থী, দুই আসনে সাঈদীর দুই ছেলে

পিরোজপুরের তিনটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরা। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভাণ্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন। এ সময় নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীরা হলেন:

পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর): আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আলহাজ মাসুদ সাঈদী।

পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভাণ্ডারিয়া): আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে আলহাজ শামীম সাঈদী।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া): জামায়াতের মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

তিনটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন। দলটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে তাদের প্রার্থীরা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেলোয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন জামায়াতের ভোটব্যাংকে প্রভাব ফেলতে পারে। তবে নির্বাচনী পরিবেশ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

পুলিশ ও প্রশাসনের ৯০ শতাংশ আওয়ামী লীগের সমর্থক!

বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সম্প্রতি একটি ভার্চুয়াল মিটিংয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, পুলিশের ও প্রশাসনের ৯০ শতাংশই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহের পরিকল্পনা চলছে, যা দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার কৌশলের অংশ। তার মতে, আপাতত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ সম্ভব নয়, তবে সরকারের সঙ্গে অসহযোগিতা করা এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করে অচলাবস্থা তৈরি করা হবে। এর মাধ্যমে ত্বরান্বিত নির্বাচন আয়োজন করে বিএনপিকে ক্ষমতায় আনার পরিকল্পনা রয়েছে।

বেনজীর আহমেদ আরও দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধেও বিদ্রোহ করা হবে এবং পরবর্তী সময়ে তাদের হটানোর জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এক ব্যবহারকারী, আসিফ শুভ্র, ফেসবুকে বিষয়টি শেয়ার করে লিখেছেন, "আইসো বিদ্রোহ করতে," যা আরও বিতর্ক তৈরি করেছে এবং পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

সাবেক আইজিপির এই বক্তব্য ও পরবর্তী প্রতিক্রিয়াগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিষয়টি নিয়ে প্রশাসন কিংবা সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মন্তব্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে: আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই কার্যকরী পদক্ষেপ নেবে বর্তমান অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ‘ঐকমত্য’ তৈরি হচ্ছে যে, আওয়ামী লীগ অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাবের কারণে নিষিদ্ধ হওয়া উচিত। ৫ আগস্টের পর থেকে এই ঐকমত্য দৃশ্যমান হয়ে উঠেছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।

আসিফ মাহমুদ বলেন, "আমরা দেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ৫ আগস্টের পরে জনগণের যে চাওয়া আছে, তা পূরণের লক্ষ্য আমাদের।" তিনি বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলে ধরার বিষয়টিকে সাধুবাদ জানান।

তিনি বলেন, সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তবে আইনি কাঠামো কী হবে সে বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। বিচারিক প্রক্রিয়া ছাড়াও, ৪টি আইন রয়েছে, যেখানে সরকার ব্যবস্থা নিতে পারে।

তিনি আরও বলেন, "যদি আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে দলীয়ভাবে নিষিদ্ধ করাসহ যে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে।" তবে, সরকার আইনের বাস্তবায়ন যথাযথভাবে অনুসরণ করবে।

এছাড়া, আসিফ মাহমুদ বলেন, "গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে," তবে এই দলের নাম এখনও চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে দলের আত্মপ্রকাশ হতে পারে।

তিনি বলেন, "যে ছাত্র প্রতিনিধি বর্তমান সরকারের সঙ্গে আছেন, তারা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, তবে তাদের পদত্যাগ করতে হবে।" বর্তমান সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব নিয়েছে এবং কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি না হওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।

আসিফ মাহমুদ বলেন, "সংস্কার ছাড়া নির্বাচনের মাধ্যমে যদি কোনো দল ক্ষমতায় আসে, তবে তাদের জন্য সরকার চালানো কঠিন হবে।" তিনি মনে করেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলোর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পিরোজপুরে জামায়াতের তিন প্রার্থী, দুই আসনে সাঈদীর দুই ছেলে
পুলিশ ও প্রশাসনের ৯০ শতাংশ আওয়ামী লীগের সমর্থক!
আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে: আসিফ মাহমুদ
সৌদি আরব নিজেদের মাটিতেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে: নেতানিয়াহু
জিজ্ঞাসাবাদের পর শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ
যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ‘হাত-পা বেঁধে’ ফেরত, তোপের মুখে মোদি সরকার
নিজের কেনা বুলডোজারেই গুঁড়িয়ে গেল সাদিক আবদুল্লাহর পারিবারিক বাড়ি
‘ছাগলের ঘর’ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়
চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা
টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর প্রাণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের তীব্র নিন্দা
চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
আ.লীগ কর্মীদের বিশেষ ট্রেনিং, সাবেক মেয়র জাহাঙ্গীরের ফোনালাপ ফাঁস!
দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি
আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব