যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার চীনা টেনিস তারকার
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
যৌন নিপীড়নের কোন অভিযোগ করেননি বলে বাদি করেছেন চীনের টেনিস তারকা পেং শুয়াই। সিঙ্গাপুরভিত্তিক চীনা ভাষার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন পেং শুয়াই। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ এক নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন পেং শুয়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলার পর, এই প্রথম তিনি গণমাধ্যমে উপস্থিত হলেন। অভিযোগ তোলার পর গণমাধ্যমে তার অনুপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করে।
গত মাসে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে করা এক পোস্টে পেং শুয়াই অভিযোগ করেন, দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলি তাকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন। পরে উইবো থেকে পোস্টটি দ্রুত সরিয়ে ফেলা হয়। তবে তার আগেই পোস্টটির স্ক্রিনশট টুইটারে ছড়িয়ে পড়ে। এতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও নিন্দার ঝড় ওঠে।
অভিযোগ তোলার পর থেকে পেং শুয়াইয়ের খোঁজ না মেলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক টেনিস তারকারা উদ্বেগ প্রকাশ করেন। এতে চীনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছিল। এ প্রেক্ষাপটে পেং শুয়াইয়ের ভিডিও সাক্ষাৎকার প্রচার করল সংবাদমাধ্যমটি।
সাক্ষাৎকারে পেং শুয়াই বলেন, আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর জোর দিতে চাই। আর তা হলো আমি কখনোই মৌখিক বা লিখিতভাবে কারও বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলিনি। আমি খুব পরিষ্কারভাবে এ কথা বলতে চাইছি।'
সাক্ষাৎকারে পেং শুয়াইয়ের কাছে উইবোর পোস্টটি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওটা একটি ব্যক্তিগত বিষয় ছিল। এটা নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। তবে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
কেএফ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)