১৫ বছরে আমাজনে বন উজাড় বেড়েছে সর্বোচ্চ
বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল আমাজন বন। এই বনে প্রায় তিন মিলিয়ন প্রজাতির গাছপালা, প্রাণী এবং ১০ লাখ আদিবাসীর বসবাস। অন্যদিকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা কমাতেও বড় ভূমিকা রাখছে বনাঞ্চলটি। অথচ গত ১৫ বছরের মধ্যে ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বন উজাড়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার এক প্রতিবেদনে দেখা গেছে, এক বছরে বন উজাড়ের পরিমাণ ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যদিও চলতি বছরের নভেম্বরে গ্লাসগোতে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দেয় ব্রাজিল। সেই সঙ্গে একটি বড় ধরনের চুক্তিতে স্বাক্ষরও করে দেশটি।
এজন্য ব্রাজিলের জন্য এটিকে একটি ‘চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন দেশটির পরিবেশমন্ত্রী জোয়াকিম লেইট। তিনি মনে করছেন, বন উজাড় সংক্রান্ত অপরাধ দমাতে সরকারকে আরও কঠোর হতে হবে।
জলবায়ু সম্মেলনে পরিবেশমন্ত্রী বলেন, ‘এই বিষয়ে আমাদের আরও জোরদার হতে হবে। সর্বশেষ কয়েক মাসের রির্পোটে সঠিক তথ্য প্রতিফলিত হচ্ছে না।’
এছাড়াও সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি ও বেসরকারিভাবে ১৯.২ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। যেন ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার, দাবানল মোকাবেলা এবং আদিবাসী সম্প্রদায়কে সহায়তা করার কাজে ওই তহবিলের একাংশ খরচ করতে পারে উন্নয়নশীল দেশগুলো।
এদিকে চলতি সপ্তাহে দুবাই সফরে যান ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সফরকালীন বন উজাড়ের বিষয়ে তিনি বলেন, আমরা ব্রাজিলবাসীকে জানাতে চাই এখনও ৯০ শতাংশ বন সংরক্ষিত আছে।
এ কারণে প্রথম থেকেই তাদের অংশের বন রক্ষার কথা বলছে ব্রাজিল সরকার। এর পাশাপাশি পরিবেশগত উদ্বেগজনক বিষয়গুলিকে ছোট করে দেখছে না তারা।
প্রসঙ্গত, সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২০ ও ২০২১ সালে ব্রাজিলের আমাজন বনের প্রায় ১৩ হাজার ২৩৫ বর্গকিলোমিটার বনাঞ্চল উজার হয়ে যায়। যা ২০০৬ সালের পর সর্বোচ্চ বন উজাড়ের রেকর্ড।
এসআইএস/এসএ/