চীনের শ্রম দাসত্ব প্রশ্নে মার্কিন কংগ্রেসে বিল পাস
চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যগুলো শ্রমদাস দিয়ে উৎপাদন করানো হচ্ছে না বলে প্রমাণ দিতে হবে; এ মর্মে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার সিনেটে বিলটি পাস হয়। একজন ছাড়া কংগ্রেসের সকল সদস্য ওই বিলের পক্ষে ভোট দেন।
বিলটি উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইন নামে পরিচিত। বিলটি আইনে পরিণত হতে এখন শুধু প্রেসিডেন্ট জো বাইডেনের সাইন লাগবে।
এ বিলটি আইনে পরিণত করার বিষয়টি প্রাথমিকভাবে হোয়াইট হাউস এডিয়ে গেলেও এ সপ্তাহের শুরুতে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন পাস্কি নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে সই করবেন।
তবে কোকাকোলা, নাইকি, এ্যাপেলের মতো বড় বড় কম্পানি যারা চীনে ব্যবসা করছে তারা এ বিলের সমালোচান করেছে।
প্রসঙ্গত, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর সংখ্যালঘু মুসলমানদের ওপর গণহত্য, নির্যাতন, ধর্ষণ ও জোরপূর্বক বন্ধ্যাত্ব করণসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। তবে চীন বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
কেএফ/