যৌন হেনস্তার অভিযোগ, আলিবাবা থেকে নারী কর্মী বরখাস্ত
যৌন হেনস্তার অভিযোগ করায় এক নারী কর্মীকে বরখাস্ত করেছে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। এক সহকর্মী ও এক গ্রাহকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন ওই নারী । বিবিসি জানায়।
তিনি (নারী কর্মী) মিথ্যা ছড়িয়েছেন, এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে চাকরিচ্যুত নারী কর্মীর বিরুদ্ধে আলিবাবার পক্ষ থেকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে ওই নারী কর্মীকে বরখাস্ত করার বিষয়ে আলিবাবার দাবি, তিনি যৌন হেনস্তার ঘটনার পাশাপাশি কোম্পানির অবস্থান সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।
গত আগস্টে ওই নারী প্রকাশ্যে যৌন হেনস্তার অভিযোগ করেন। তিনি বলেন, ব্যবসায়িক সফরের যেয়ে তিনি যৌন হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় আলিবাবা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তাই তিনি তার অভিযোগ জনসম্মুখে আনতে বাধ্য হয়েছেন।
ওই নারী তার যে সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন,তাকে বরখাস্ত করা হলেও তার বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হয়েছে। আর যে গ্রাহকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন, তার বিরুদ্ধে এখনও তদন্ত চলছে।
এদিকে, বরখাস্ত হওয়া নারী বলেন, 'আমি কোনো ভুল করিনি। এমন পদক্ষেপ আমি মেনে নেব না। আমার অধিকার ও স্বার্থ রক্ষায় আইনি ব্যবস্থা নেব।'
কেএফ/