মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে 'ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বৈধ করা হচ্ছে' এমন একটি ভুয়া পোস্ট দিয়েছে হ্যাকার। রোববার (১২ ডিসেম্বর) কিছু সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাক হয়। এনডিটিভি জানায়।
অ্যাকাউন্টটি হ্যাকড হওয়ার কিছুক্ষণের মধ্যে তা ফেরত পাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় অ্যাকাউন্ট থেকে একটি টুইট বার্তায় তা নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, কিছুক্ষণের জন্য অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছিল। এই সময় যে টুইটগুলো করা হয়েছে, সেগুলো আমলে না নেয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
মোদির এই টুইটার হ্যান্ডেলটি ভেরিফায়েড। সরকারের অনেক সিদ্ধান্তের কথা তিনি এর মাধ্যমে জানিয়ে থাকেন। অ্যাকাউন্টটি উদ্ধারের পর ভুয়া টুইটগুলো মুছে ফেলা হয়েছে। তবে মুছে ফেলার আগেই এ টুইটটি অনেকেই শেয়ার করেছেন।
মোদির অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা এই প্রথম নয়। এর আগে মোদির যে ব্যক্তিগত ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে, সেগুলো হ্যাক হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে এ ঘটনা ঘটে।
কেএফ/