ইউক্রেন আক্রমণ করলে ভয়ানক মূল্য দিতে হবে: বাইডেন
রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে দেশটিকে ভয়ানক মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এটা স্পষ্ট করে দিয়েছেন যে, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায়, তাহলে দেশটিকে ভয়ানক মূল্য দিতে হবে। দেশটিকে অর্থনৈতিক সঙ্কটের পরিণতির ভোগ করতে হবে।
গত সপ্তাহে পুতিনের সঙ্গে প্রায় দুই ঘন্টার ভার্চ্যুয়াল বৈঠক করেন বাইডেন। ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুই নেতার মধ্যে এই আলাপ হয়। ওই বৈঠকেই ইউক্রেন বিষয়ে রাশিয়াকে সতর্ক করেন বাইডেন।
ওই আলোচানা সম্পর্কে বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে একেবারে পরিষ্কার করে দিয়েছি, তিনি যদি ইউক্রেনের দিকে অগ্রসর হন, তার দেশকে এর মূল্য দিতে হবে।
তবে রাশিয়ার সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে ইউক্রেনে মার্কিন স্থলসেনা পাঠানো নিয়ে তিনি পুতিনের সঙ্গে কোন আলোচনাই করেননি। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর অঙ্গীকার করেছেন বাইডেন।
এদিকে, ইউক্রেনে আগ্রাসন চালাতে সীমান্ত এলাকায় রাশিয়া বিপুলসংখ্যক সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ ইউক্রেনের। যুক্তরাষ্ট্রও একই অভিযোগ করেছে।
অন্যদিকে, গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, মস্কো জানুয়ারির শেষে সামরিক হামলার পরিকল্পনা করে থাকতে পারে।
কেএফ/