ফের গ্রেফতার কাশ্মিরের মানবাধিকারকর্মী খুররম
ভারত অধিকৃত কাশ্মিরের মানবাধিকারকর্মী খুররম পারভেজকে গ্রেফতার করেছে ভারতীয় কাউন্টার টেররিজম এজেন্সি। সোমবার (২২ নভেম্বর) কাশ্মির থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও সন্ধ্যায় বিতর্কিত ইউএপিএ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
তার বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে যুদ্ধের চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী সংগঠনে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। এ আইনে জামিন পাওয়া সম্ভব নয়।
কাশ্মিরে খুররমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তবে তার অফিসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, খুররমকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন বিশ্বের নানা দেশের মানবাধিকারকর্মীরা। ভিন্নমত দমন করতে এবং শাস্তি দিতেই খুররমকে গ্রেফতার করা হয়েছে বলে তাদের মন্তব্য।
জাতিসংঘের মানবাধিকার রক্ষা বিষয়ক বিশেষ প্রতিনিধি মেরি ললার এ ঘটনার প্রতিবাদে একটি টুইটে বলেছেন, ‘খুররম পারভেজের গ্রেফতারের খবর শুনে আমি খুবই বিরক্ত হয়েছি। তিনি কোনো সন্ত্রসাী নন। তিনি মানবাধিকারকর্মী।’
উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচক হিসেবে পরিচিত খুররম পারভেজ। তার জম্মু-কাশ্মির কোয়ালিশন অব সিভিল সোসাইটি গ্রুপ থেকে মানবাধিকার লঙ্ঘন ও নিরাপত্তা বাহিনীর নির্যাতন নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপেয়ারেন্স, কাশ্মিরের চেয়ারপারসনও তিনি।
এর আগে ২০১৬ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩৩তম অধিবেশনে অংশগ্রহণ করে ফেরার একদিন পর তাকে ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছিল। সেই সময় তার বিরুদ্ধে বিতর্কিত জননিরাপত্তা আইনের মামলা দেওয়া হয়েছিল। ওই আইনে বিনা অভিযোগে দুই বছর পর্যন্ত আটকে রাখার বৈধতা দেওয়া হয়েছে। এর আগে আন্তর্জাতিক অধিকার সংস্থাগুলোর বিক্ষোভের মুখে ৭৬ দিন পর তিনি জেল থেকে ছাড়া পান।
/এসএন/এসএ/