ইউরোপে করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়িয়ে যাওয়ার হুঁশিয়ারি ডব্লিউএইচওর
ছবি : সংগৃহীত
ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। আগামী মার্চ মাসের মধ্যে ইউরোপে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সম্প্রতি ডব্লিউএইচও ইউরোপে কোভিড-১৯ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, বর্তমানে ইউরোপজুড়ে মৃত্যুর প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে করোনা মহামারি।
ডব্লিউএইচও বলেছে, অঞ্চলটিতে দৈনিক মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ২০০তে। যা গত সেপ্টেম্বর মাসের দৈনিক মৃত্যুর চেয়ে প্রায় দ্বিগুণ। অপরদিকে যুক্তরাজ্যসহ গোটা ইউরোপে মোট মৃত্যু ১৫ লাখ ছাড়িয়েছে।
টিকাদানে ধীরগতি এবং স্বাস্থ্যবিধি শিথিল করায় ইউরোপের দেশগুলোতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ।
গত শনিবার বিবিসিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলেছেন, ইউরোপে করোনার সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব চিন্তিত।
ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি অতিমাত্রায় উদ্বেগজনক। এ পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে ডব্লিউএইচও বলেছে, এভাবে চলতে থাকলে আগামী বছরের মার্চের শুরুতে মোট মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে।
/টিটি/এসএ/