জানুয়ারির পর ব্রিটেনে করোনার সর্বোচ্চ সংক্রমণ
জানুয়ারির পর শুক্রবার করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে যুক্তরাজ্যে। শুক্রবার দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ১৯৪ জনে। করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে যুক্তরাজ্য।
ব্রিটেনের কমিউনিটি সেক্রেটারি মাইকেল গোব বলেন, দেশ মারাত্মক উদ্বেগজনক পরিস্থিতির মুখে। কারণ অমিক্রন খুব দ্রুতবেগেই ছড়াচ্ছে। সংক্রমণ সংখ্যা দুই তিন দিনের মধ্যেই দ্বিগুণ হয়ে গেছে।
গত ৯ জানুয়ারির পর আজ করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে। তখন করোনার সংক্রমণ ছিল ৫৯ হাজার ৯৩৭ বলে জানান গোব।
তিনি আরও বলেন, লন্ডনে শনাক্ত করোনার সংক্রমণের ৩০ শতাংশই অমিক্রন । অথচ এই ভ্যারিয়েন্ট মাত্র দুসপ্তাহ আগে যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলছে, এই ধারা অব্যাহত থাকলে মধ্য ডিসেম্বর নাগাদ করোনার নিয়ন্ত্রক ধরন হয়ে উঠবে অমিক্রন। অ্যাস্ট্রোজেনকা কিংবা ফাইজার ওমিক্রন প্র্রতিরোধে অল্পই কার্যকর। কিন্তু বুস্টার ডোজ ৭০ থেকে ৭৫ শতাংশ সুরক্ষা দিতে পারবে।
এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিমধ্যে কিছু কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন । একে তিনি 'প্ল্যান বি' নামে বর্ণনা করেছেন।
নতুন ঘোষিত বিধিনিষেধ নিয়ে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হবে এবং আগামী সপ্তাহে হাউস অব কমন্সে ভোটাভুটি হবে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান মতে, করোনার আক্রান্তের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে ১ কোটি ৭ লাখ ১৯ হাজার ১৬৫ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৪৬ হাজার ২৫৫ জন।
কেএফ/
কেএফ/