ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন বাশার আল-আসাদ
ছবি: সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার পরিবারসহ রাশিয়ার মস্কোতে গিয়ে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে আসা আসাদ রাশিয়ায় আশ্রয় নেওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ক্রেমলিনের সূত্রে এই খবর প্রকাশিত হয়েছে।
এদিকে, সিরিয়ায় বিদ্রোহীরা দামেস্ক দখল করে নিজেদের মুক্তির ঘোষণা দিয়েছে। তারা প্রেসিডেন্ট আসাদের সরকারের পতন ঘোষণা করে এবং এক বিবৃতিতে দাবি করে, "বাশার আল-আসাদ পালিয়ে গেছেন, আমরা দামেস্ককে তার অত্যাচারের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।"
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিদ্রোহীদের তোপের মুখে আসাদের সেনাবাহিনী ইরাকের দিকে পালিয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে চলা সিরিয়ার রাজনৈতিক সংকটে আসাদ সরকারের পতন ঘটে।
আসাদ সরকারের পতন ও তার পরবর্তী অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছিল, কিন্তু সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হয়েছে, যা বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের নজর কেড়েছে।