ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন-রাশিয়ার বৈঠক আজ: ক্রেমলিন
উজবেকিস্তানে বৈঠকে বসছেন চীনের সর্বোচ্চ নেতা শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দিনব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন চলাকালে তারা এ বৈঠকে বসছেন বলে জানা গেছে। ক্রেমলিন কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে ইউক্রেনের যুদ্ধ, আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে জানিয়েছে ক্রেমলিন কর্তৃপক্ষ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনকে পশ্চিমা বিশ্বের কাছে একটি 'বিকল্প' হিসেবে তুলে ধরা হবে বলেও জানায় ক্রেমলিন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাপ্তরিক বাসভবন ক্রেমলিন জানায়, দুই দেশের প্রেসিডেন্ট উজবেকিস্তানে বৈঠক করবেন। ১৫ ও ১৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলন চলাকালে তারা বৈঠক করবেন।
কোভিড মহামারি শুরুর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এটিই প্রথম বিদেশ সফর। ইউক্রেনের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক যখন তুঙ্গে ঠিক তখনই পুতিনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চলেছেন শি জিনপিং।
তিন দিনের সফরের শুরুতে বুধবার প্রথমে তিনি কাজাখস্তানের রাজধানী নুরসুলতানে অবতরণ করেন। এরপর তিনি সামারখন্দে অনুষ্ঠেয় সাংহাই করপোরেশেন সামিটের উদ্দেশে রওনা দেন এবং সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামীকাল শুক্রবার শেষ হবে সম্মেলনটি।
ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র ইউরি উশাকভ বলেন, চীনের সর্বোচ্চ নেতা শি জিনপিং ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক ও ইরানসহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও দেখা করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক 'বিশেষ গুরুত্বপূর্ণ‘। তিনি বলেন, ‘বড় আকারের রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
চীন ও রাশিয়া দীর্ঘদিন থেকেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনকে পশ্চিমা গোষ্ঠীর একটি বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছে।
এসএন